Logo
table-post
ফকিরহাটে বাংলাদেশ কৃষি ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপন
01/01/1970 12:00:00

ফকিরহাট প্রতিনিধি
বাংলাদেশ কৃষি ব্যাংক ফকিরহাট উপজেলা শাখার উদ্যোগে জুলাই পূর্ণজাগরণ ও তারুন্যের উৎসব-২০২৫ উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসাবে বৃক্ষরোপন ও শিক্ষার্থীদের নিয়ে উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩রা আগষ্ট) সকাল ১০টায় শিরিন হক পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 


প্রধান শিক্ষক সমর কৃষ্ণ রায়’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কৃষি ব্যাংক ফকিরহাট উপজেলা শাখার ব্যবস্থাপক শেখ মুজিবর রহমান। তিনি তাঁর বক্তৃতায় বলেন মানব সভ্যতার ক্রমবিকাশের সাথে সাথে শিল্পায়নের ফলে কার্বন নিঃসারণ বৃদ্ধিপাওয়ার বৈষয়িক উষ্ণতা আশঙ্কাজনক ভাবে বেড়ে যাচ্ছে। যার কারণে জলবায়ুর পরিবর্তন হচ্ছে, যা পৃথিবীর পরিবেশের উপর বিরূপ প্রভাব ফেলছে। যে কারনে আমাদের প্রতিটি মানুষের বৃক্ষরোপন অপরিহার্য হয়ে পড়েছে।

সহকারী শিক্ষক মোসাঃ সাইদা খাতুনের সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন, সিনিয়র ব্যাংক কর্মকর্তা চয়ন কুমার মন্ডল, মোঃ জামাল উদ্দিন, ব্যাংক কর্মকতা মোঃ তাজুল ইসলাম, সহকারী শিক্ষক মোঃ শামীম ঢালী সহ বিভিন্ন শিক্ষক ও শির্ক্ষাথীবৃন্দ। 
 

@bagerhat24.com