Logo
table-post
উত্তরার ট্রাজেডিতে নিহত ফাতেমার কবরে শ্রদ্ধা জানালেন বিমানবাহিনী প্রধানের প্রতিনিধি দল
01/01/1970 12:00:00

স্টাফ রিপোর্টার

উত্তরার মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় প্রাণ হারানো চিতলমারীর শিশু ফাতেমা আক্তার আনিশার (৯) কবর জিয়ারত ও শ্রদ্ধা জানাতে বাগেরহাটের কুনিয়া গ্রামে পৌঁছায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রতিনিধি দল।

শনিবার (২ আগস্ট) দুপুরে বিমানবাহিনীর ১৯ সদস্যের একটি টিম ফাতেমার কবরস্থানে গিয়ে শ্রদ্ধা নিবেদন করে। স্কোয়াড্রন লিডার মো. আসিফুজ্জামান ও মাফরুহা বেগমের নেতৃত্বে দলটি কুনিয়া কওমি ও কারিগরি মাদ্রাসা সংলগ্ন কবরস্থানে ফাতেমার কবরে পুষ্পস্তবক অর্পণ করে এবং মোনাজাতে অংশ নেয়।

বিশেষ দোয়া পরিচালনা করেন মাদ্রাসার মুহতামিম মাওলানা জাহিদুল ইসলাম। এ সময় চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস পাল, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

দলটি পরে নিহত ফাতেমার বাড়িতে যায় এবং তার বাবা-মা ও স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা প্রকাশ করে। ফাতেমার বাবা, কুয়েত প্রবাসী বনি আমিন, বলেন—“আমার মেয়েকে আমরা আর ফিরে পাবো না, তবে বিমানবাহিনীর এমন শ্রদ্ধা আমাদের হৃদয় ছুঁয়েছে।”

প্রতিবেশী ছত্তার শেখ বলেন, “এত ছোট মেয়ের জন্য রাষ্ট্রের পক্ষ থেকে এমন সম্মান সত্যিই অনন্য। আমরা বিমানবাহিনীর এই উদ্যোগকে সাধুবাদ জানাই।”

উল্লেখ্য, গত ২১ জুলাই দুপুর ১টা ১৮ মিনিটে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই মডেলের প্রশিক্ষণ বিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়। এতে শিক্ষার্থী ফাতেমাসহ অনেকেই হতাহত হয়। নিহত ফাতেমা ছিলেন বনি আমিন ও রুপা দম্পতির বড় সন্তান।

@bagerhat24.com