Logo
table-post
বাগেরহাটে সংসদীয় আসন কমানোর বিরুদ্ধে সর্বদলীয় আন্দোলনের ডাক
01/01/1970 12:00:00

স্টাফ রিপোর্টার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে বাগেরহাট জেলার একটি সংসদীয় আসন বাতিলের প্রস্তাব নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এই প্রস্তাব প্রত্যাহারের দাবিতে জেলাজুড়ে সর্বদলীয় আন্দোলনের ডাক দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। সেখানে উপস্থিত ছিলেন বিএনপি, জামায়াতে ইসলামি, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিসসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

এর আগে জেলা বিএনপির আহ্বায়ক এ টি এম আকরাম হোসেনের কার্যালয়ে এক সর্বদলীয় বৈঠকে আসন কমানোর সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে দুই দিনের কর্মসূচি গ্রহণ করা হয়।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, শনিবার সকাল ১১টায় শহরের দশানী ট্রাফিক মোড় থেকে শুরু হয়ে ভিআইপি মোড় পর্যন্ত বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হবে। এরপর রোববার একই সময়ে বাগেরহাটের চারটি আসন বহাল রাখার দাবিতে জেলা প্রশাসক ও জেলা নির্বাচন কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করা হবে।

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির আহ্বায়ক আকরাম হোসেন বলেন, “বাগেরহাটের চারটি সংসদীয় আসন থেকে একটিকে বাদ দেওয়ার প্রস্তাব গ্রহণযোগ্য নয়। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং রাজনৈতিক দলগুলোর সাথে একযোগে আন্দোলন গড়ে তুলছি।”

তিনি আরও জানান, নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্ত রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত এবং বাগেরহাটের জনগণের সঙ্গে অন্যায় করা হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা শামীমুর রহমান, এম এ সালাম, মোজাফফর রহমান আলম, জামায়াতের জেলা আমির মাওলানা রেজাউল করিম, সেক্রেটারি জেনারেল ইউনুস আলীসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বাগেরহাটে বর্তমানে চারটি সংসদীয় আসন রয়েছে। সম্প্রতি কমিশনের কারিগরি কমিটির প্রতিবেদনের ভিত্তিতে একটিকে বাদ দিয়ে তিনটি আসনের প্রস্তাব দেওয়া হয়েছে। প্রস্তাবটি গতকাল আনুষ্ঠানিকভাবে প্রকাশের পর থেকেই জেলার রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাতেই শহরে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা এবং সকাল থেকেই প্রেসক্লাবের সামনে বিভিন্ন দলের প্রতিবাদ চলেছে।

@bagerhat24.com