
ফকিরহাটে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা বিষয়ক কর্মশালা
01/01/1970 12:00:00ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাটে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫ বাস্তবায়ন উপলক্ষে আইডিয়া বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন, যুব উন্নয়ন অধিদপ্তর ও যুব সংগঠনের আয়োজনে মঙ্গলবার (২৯ জুলাই) বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্প্রসারণ কমপ্লেক্স ভবন মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার মূল প্রতিপাদ্য বিষয় ছিল নদী ও নারী: জলবায়ু ন্যায্যতার গ্রামীণ উদ্যোগ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা রতন কৃষ্ণ দাস, সমাজসেবা কর্মকর্তা অতীশ সরদার, মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন, মাধ্যমিক একাডেমিক সুপাভাইজার আছাদুজ্জামান, সার্টিফিকেট সহকারী নিত্যানন্দ সাহা ও উপজেলা প্রশাসনিক কর্মকর্তা প্রবীর কুমার শীলসহ বিভিন্ন সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক, এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।