১৫ বছর পর জমজমাট বিএনপির কচুয়া উপজেলা সম্মেলন, সভাপতি জাহিদ, সম্পাদক তৌহিদ
01/01/1970 12:00:00কচুয়া প্রতিনিধি:
দীর্ঘ ১৫ বছরের বিরতির পর নতুন উদ্দীপনায় অনুষ্ঠিত হলো বাগেরহাটের কচুয়া উপজেলা বিএনপির বহুল প্রত্যাশিত দ্বিবার্ষিক সম্মেলন। শনিবার (২৬ জুলাই) সকাল ১১টায় কচুয়া ডিগ্রি কলেজ মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়। কর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং উৎসবমুখর পরিবেশে সম্মেলনটি রূপ নেয় এক মিলনমেলায়।
সম্মেলনের প্রধান অতিথি ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। উদ্বোধনী বক্তব্য রাখেন বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এটিএম ইঞ্জিনিয়ার আকরাম হোসেন তালিম।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান, এডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু, জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, সদস্য সচিব শেখ মুজাফফর রহমান আলম, যুগ্ম আহ্বায়ক শেখ কামরুল ইসলাম গোরা, শেখ শামসের আলী মোহন, খাদেম নিয়ামুল নাসির আলাপ, মনিরুল ইসলাম খান, কাজী খায়রুজ্জামান শিপন, সৈয়দ নাসির আহমেদ মালেক এবং ব্যারিস্টার শেখ জাকির হোসেন।
সম্মেলনের দ্বিতীয় পর্বে ভোটের মাধ্যমে নতুন কমিটি গঠিত হয়। মোট ভোটার সংখ্যা ছিল ৪৯৭ জন। সভাপতি পদে ৩৪৮ ভোট পেয়ে নির্বাচিত হন সরদার জাহিদ। তার প্রতিদ্বন্দ্বী হাজরা আসাদুল ইসলাম পান্না পান ১৪১ ভোট।
সাধারণ সম্পাদক হিসেবে ৩০৩ ভোট পেয়ে বিজয়ী হন শেখ তহিদুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সরদার শাহনেওয়া পান ১৭৮ ভোট।
সাংগঠনিক সম্পাদক পদে শেখ জাহাঙ্গীর হোসেন ২৮০ ভোট আর হুমায়ুন কবির ১৮৩ ভোট পেয়ে নির্বাচিত হন।
নতুন নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে কচুয়া উপজেলা বিএনপির রাজনীতিতে একটি নবতর অধ্যায় সূচিত হলো বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ সম্মেলন কচুয়ায় বিএনপির কার্যক্রমকে আরো সংগঠিত ও গতিশীল করবে।
