
ফকিরহাটের বেতাগা ও শুভদিয়া ইউনিয়ন বিএনপির সম্মেলন
01/01/1970 12:00:00ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাটে উৎসবমূখর পরিবেশে বেতাগা ইউনিয়ন ও শুভদিয়া ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীন ভাবে এই ভোটগ্রহন অনুষ্ঠিত হয়।
এরপর গণনা শেষে বিজয়ীদের নাম ঘোষনা করেন জেলা বিএনপি’র সদস্য হাদিউজ্জামান হিরো ও প্রভাষক মোঃ দেলোয়ার হোসেন।
বেতাগা ইউনিয়ন বিএনপি’র নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন মো: মাসুদ রানা আরিফ,তিনি পেয়েছেন ২৯৮ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দি প্রার্থী এসএম আকরাম হোসেন পেয়েছেন ১৪৩ ভোট। সাধারন সম্পাদক পদে বিজয়ী হয়েছেন এস.এম নুর ইসলাম, তিনি পেয়েছেন ২৭৯ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দি প্রার্থী মোস্তফা কামাল মাসুম পেয়েছেন ১৬২ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে ২৮৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো: কামাল হোসেন, তার নিকটতম প্রতিদ্বন্দি প্রার্থী মনিরুল ইসলাম ইমন পেয়েছেন ১৪৭ ভোট।
অনুরুপ শুভদিয়া ইউনিয়নে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আলহাজ্ব এম. এ আউয়াল, তিনি পেয়েছেন ২৭৫ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দি প্রার্থী মোঃ মোক্তাদির হোসেন পেয়েছেন ১৫৪ ভোট। সাধারন সম্পাদক পদে ফকির আবুল কালাম আজাদ ২৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দি প্রার্থী এমএ রবিউল ইসলাম পেয়েছেন ১৫২ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে মো: বাবলু সেখ ২৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দি প্রার্থী মহব্বত আলী পেয়েছেন ১৬৬ ভোট।