
রামপালে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ
01/01/1970 12:00:00এম,এ সবুর রানা
সারা দেশের ন্যায় রামপালে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রাহণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
রামপাল উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সহযোগীতায় জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনের শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আফতাব আহমেদ।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতেমা শেফা'র সঞ্চালনায় স্বাগত বক্তব্য উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, প্রেসক্লাব রামপালের সভাপতি এম, এ সবুর রানা, সদর জামায়াতের সেক্রেটারি মো. শেরোয়ান শেখ, কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষাক আবুল কালাম আজাদ, সমন্বয়ক আজাদ, মিম বিল্লাহ প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলা আইসিটি কর্মকর্তা রনিক হালদারের তত্বাবধানে প্রজেক্টটরের মাধ্যমে সরাসরি ঢাকার অনুষ্ঠানের সাথে রামপালকে যুক্ত করা হয়। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারীদের পুরস্কৃত করা হয়। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাকগণ, এনজিও প্রতিনিধি, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।