Logo
table-post
বাগেরহাটের শ্রমিক লীগের সাবেক নেতা গ্রেফতার
01/01/1970 12:00:00

স্টাফ রিপোর্টার

ভারতে প্রবেশের সময় বেনাপোল সীমান্ত থেকে বাগেরহাট জেলা শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক খাঁন মনির হোসেন মনিকে (৫৬) গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে দুটি মামলা রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সন্ধ্যায় বেনাপোল ইমিগ্রেশনের বহির্গমন ডেস্কে পাসপোর্ট জমা দেন মনির। তথ্য যাচাইয়ের সময় দেখা যায়, তিনি পুলিশের স্টপলিস্টে রয়েছেন এবং বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা রয়েছে। এরপর ইমিগ্রেশন পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।

মনির বাগেরহাট পৌরসভার সাবেক কাউন্সিলর এবং জেলা শহরের নগরবাজার এলাকার মোসলেম আলী খাঁনের ছেলে। তার পাসপোর্ট নম্বর ছিল A 01151173। বেনাপোল ইমিগ্রেশনের ওসি ইলিয়াস হোসেন মুন্সি বলেন, “পাসপোর্টে সিল দেওয়ার আগে অনলাইন সিস্টেমে আমরা তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা পাই। এরপর আইনগত প্রক্রিয়ায় তাকে গ্রেফতার করা হয়।”

পরে তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়। পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল মিয়া বলেন, “মনিরের বিরুদ্ধে বাগেরহাট সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে একাধিক মামলা রয়েছে। প্রক্রিয়া শেষে তাকে সেখানেই পাঠানো হবে।”

পুলিশ সূত্রে জানা যায়, মনির হোসেন কিছুদিন ধরে আত্মগোপনে ছিলেন এবং ভারতে পালানোর উদ্দেশ্যে সীমান্তে উপস্থিত হয়েছিলেন। তবে ইমিগ্রেশন পুলিশের কড়া নজরদারিতে ধরা পড়ে যান তিনি।

@bagerhat24.com