
চিতলমারীতে গ্রাম আদালতের কার্যক্রম জোরদারে ত্রৈমাসিক সমন্বয় সভা
01/01/1970 12:00:00স্টাফ রিপোর্টার
বাগেরহাটের চিতলমারী উপজেলায় গ্রাম আদালতের কার্যক্রম জোরদার ও সুসংহত করতে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস পাল এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রাম আদালত প্রকল্পের জেলা ম্যাজিস্ট্রেট অ্যাডভোকেট মোঃ তৌফিকুল ইসলাম।
সভায় উপজেলার ৭টি ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় গ্রাম আদালতের চলমান কার্যক্রম, মামলা গ্রহণের হার, প্রতিবেদন দাখিলের সময়ানুবর্তিতা এবং জনগণের অংশগ্রহণ বাড়ানোর উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
ইউনিয়নভিত্তিক চ্যালেঞ্জ ও সম্ভাব্য সমাধান নিয়ে ইউএনও সরাসরি মতামত দেন এবং প্রত্যেক ইউপি থেকে মাসে কমপক্ষে পাঁচটি মামলা নেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেন। সেই সঙ্গে প্রতিটি মামলার যথাসময়ে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশও প্রদান করেন।
তিনি বলেন, “গ্রাম আদালতকে কার্যকর করে তুলতে জনগণের আস্থা অর্জন করতে হবে। এজন্য প্রত্যেক ইউনিয়ন পরিষদকে স্থানীয়ভাবে প্রচারণা জোরদার করতে হবে।”
সভায় ইউনিয়ন পরিষদের রেজিস্টার ফরম ফরমেট বিতরণ করা হয় এবং গ্রাম আদালতের ত্রৈমাসিক কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন মোঃ জাকারিয়া হোসেন, উপজেলা সমন্বয়কারী (মোড়েলগঞ্জ, কচুয়া ও চিতলমারী)।
এই আয়োজনটি বাস্তবায়ন করে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্প, যা স্থানীয় সরকার বিভাগ ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের আওতায় পরিচালিত হচ্ছে উপজেলা প্রশাসন, রামপাল, বাগেরহাট-এর তত্ত্বাবধানে।