
চিতলমারীতে ব্যবসায়ী নুরইসলামকে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
01/01/1970 12:00:00চিতলমারী প্রতিনিধি
বাগেরহাটের চিতলমারীতে ব্যবসায়ী নুরইসলাম শেখ হত্যা চেষ্টার সাথে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে এলাকাবাসীরা মানববন্ধন করেছেন। সোমবার (২১ জুলাই) বেলা ১২ টায় চর চিংগড়ী সড়কে এ মানববন্ধন হয়। দুর্বৃত্তদের হাতে আহত নুরইসলাম চিতলমারী উপজেলার কলাতলা ইউনিয়নের চর চিংগড়ী গ্রামের মুক্তিযোদ্ধা মুনছুর আলী শেখের ছেলে।
মানববন্ধনে অংশগ্রহনকারী আহতের মুনছুর আলী শেখ, আরিফ শেখ, মোঃ কামাল শেখ, কারিমন ও করিমন নেসা বক্তব্য রাখেন। বক্তরা বলেন এলাকার এক গডফাদার চাঁদাবাজ ও মাদক কারবারীদের আশ্রয়দাতা। তার বাহিনীর সদস্য খোকন শেখ, মিলন শেখ, মোস্তফা ফকির ও ইকবাল হোসেনসহ ১৫-২০ জন লোক গত (১৯ জুলাই ) শনিবার বিকেলে সাড়ে ৫ টার দিকে চর চিংগড়ী বাজারে প্রকাশ্যে নুরইসলামকে নির্মমভাবে হাতুড়ী দিয়ে পিটিয়ে ও কুপিয়ে আহত করে পালিয়ে যায়।
নির্যাতনের শিকার ব্যাবসায়ী নুরইসলাম শেখ কে এই হত্যা চেষ্টার প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতার দৃষ্টান্ত বিচারের দাবিেত এ মানববন্ধন হয়। মানববন্ধনে এলাকার প্রায় দুই শতাধিক নারী ও পুরুষ অংশ গ্রহণ করেন।