
ফকিরহাট সদর ও বাহিরদিয়া-মানসা ইউনিয়নে বিএনপি’র দ্বি-বাষিক নির্বাচন সম্পন্ন
01/01/1970 12:00:00ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাট সদর ইউনিয়ন ও বাহিরদিয়া-মানসা ইউনিয়ন বিএনপি’র দ্বি-বাষিক নির্বাচন সুসম্পন্ন হয়েছে। বিপুল উৎসাহ উদ্দিপনা আর আনন্দঘর পরিবেশের মধ্যদিয়ে রবিবার (২০ জুলাই) সকাল থেকে বিকাল পযন্ত বিরতিহীন ভাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নিবাচন শেষে ফলাফল ঘোষনা করা হয়।
ফকিরহাট সদর ইউনিয়নে সভাপতি পদে বিজয়ী হয়েছেন মোড়ল সাহিদুল ইসলাম (ছাতা) তিনি পেয়েছেন ২৩৬ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দি প্রাথী সাইফুল ইসলাম মোড়ল (আনারস) প্রতিক নিয়ে তিনি পেয়েছেন ২১৩ ভোট। সাধারন সম্পাদক পদে শেখ হোসাইন মোহম্মদ জিয়া (কলস) তিনি ২৩৬ ভোট পেয়েছেন নিবাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দি প্রাথী শেখ আফজাল হোসেন (ফুটবল) প্রতিক নিয়ে তিনি পেয়েছেন ২০৬ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে মোঃ অলি উল্লাহ (মাছ) ২২৮ভোট পেয়ে নিবাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি প্রাথী মনিরুজ্জামান মোড়ল (আম) প্রতিক পেয়েছেন ২১৫ ভোট।
বাহিরদিয়া-মানসা ইউনিয়নে সভাপতি পদে বিজয়ী হয়েছেন মোঃ আতিয়ার রহমান মোড়ল (ছাতা) তিনি পেয়েছেন ২৪৬ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দি প্রাথী মোঃ মশিউদ্দিন মোড়ল (আনারস) প্রতিক নিয়ে তিনি পেয়েছেন ১৯৪ ভোট।
সাধারন সম্পাদক পদে হালদার মিজানুর রহমান (ফুটবল) তিনি ২৪১ ভোট পেয়েছেন নিবাচিত হয়েছেন। তার নিকটতন প্রতিদ্বন্দি প্রাথী শেখ মিজানুর রহমান (কলস) প্রতিক নিয়ে তিনি পেয়েছেন ১৯৫ ভোট।
সাংগঠনিক সম্পাদক পদে আছাফুর রহমান (আম) ২৪৩ ভোট পেয়ে নিবাচিত হয়েছেন। তার নিকটতম প্রাথী সুজন শেখ (মাছ) প্রতিক পেয়েছেন ১৯৩ ভোট।