Logo
table-post
চিতলমারীতে ঢাল-সড়কি ও দেশীয় অস্ত্রসহ একজন গ্রেপ্তার
01/01/1970 12:00:00

চিতলমারী প্রতিনিধি            
চিতলমারী থানা পুলিশ ঢাল-সড়কি (বল্লম) ও দেশীয় অস্ত্রসহ জাহিদ শেখ (৫৫) নামে একজনকে গ্রেপ্তার করেছেন। শনিবার (১৯ জুলাই) রাতে কলাতলা ইউনিয়নের কুনিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় অভিযান চালিয়ে তাঁর বাড়ি থেকে অনেক দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত জাহিদ শেখ কুনিয়া গ্রামের জালাল উদ্দীন শেখের ছেলে। এ ঘটনায় রবিবার (২০ জুলাই) থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এদিন গ্রেপ্তারকৃত জাহিদ শেখকে আদলতে প্রেরণ করা হয়েছে। 


চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদাৎ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুনিয়া গ্রামে জাহিদ শেখের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তাঁর বাড়ি থেকে ২টি বল্লম (সড়কি), ৭টি লোহার রামদা, বেতের তৈরি ১০ টি ঢাল, দুটি ছোরা, একটি হাসুয়া, একটি চাপাতি ও ৮টি টেঁটা উদ্ধার করা হয়েছে।
 

@bagerhat24.com