
চিতলমারীতে ব্যবসায়ীকে নির্মমভাবে পিটিয়ে-কুপিয়ে জখম
01/01/1970 12:00:00চিতলমারী প্রতিনিধি
চিতলমারীতে নুরইসলাম শেখ (৩৭) নামে এক সিমেন্ট ব্যবসায়ীকে নির্মমভাবে হাতুড়ী দিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম হয়েছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শনিবার (১৯ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার চর চিংগড়ী বাজারে এ নির্মমতার ঘটনা ঘটে। আহত নুরইসলাম শেখ ওই বাজারের সিমেন্ট ব্যবসায়ী ও চর চিংগড়ী গ্রামের বৃদ্ধ মুনছুর আলী শেখের ছেলে। রাতে তাঁকে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে। আহতকে দেখতে রাতেই বিএনপি নেতারা হাসপাতালে ছুটে যান।
আহত নুরইসলাম শেখের বাবা মুনছুর আলী শেখ সাংবাদিকদের জানান, তাঁর ছেলে নুরইসলাম চর চিংগড়ী বাজারে সিমেন্টের ব্যবসা করে এবং বিএনপি কর্মি। এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে শনিবার বিকেলে চর চিংগড়ী বাজারে প্রকাশ্যে দিবালোকে খোকন শেখ, মিলন শেখ, মোস্তফা ফকির ও ইকবাল হোসেনসহ ১৫-২০ জন লোক নুরইসলামকে নির্মমভাবে হাতুড়ী দিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। তিনি তাঁর ছেলের উপর এহেন বর্বরতার বিচার দাবী করেন।
মোস্তফা ফকির ও ইকবাল হোসেন মারপিটের কথা অস্বীকার করে বলেন, ‘নুরইসলাম শেখকে কলাতলা ইউনিয়নের দুই নেতার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মারপিট করা হয়েছে। তবে আমরা এ ঘটনার সাথে জড়িত নই।’
চিতলমারী উপজেলা বিএনপির সভাপতি মমিনুল হক টুলু বিশ্বাস বলেন, ‘আমাদের একজন বিএনপি কর্মিকে সন্ত্রাসীরা বেধড়ক মারপিট করেছে। আমরা চাই সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক।’