
রামপালে মেয়াদবিহিন কেক খেয়ে কিন্ডারগার্টেনের ৩০ শিশু অসুস্থ
01/01/1970 12:00:00এম,এ সবুর রানা
রামপালে অর্পা গ্লোরিয়াস কিন্ডারগার্টেনের শিশু ও শিক্ষার্থীরা মেয়াদ উত্তীর্ণ কেক খেয়ে অসুস্থ হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার খবর পেয়ে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ তামান্না ফেরদৌসি সেনাবাহিনীর সদস্যদের সহায়তায় এক ব্যবসায়ীকে জরিমানা করেছেন।
জানা গেছে, শনিবার (১৯ জুলাই) বেলা অনুমান ১১ টায় রামপাল উপজেলার ফয়লা বাজার সংলগ্ন অর্পা গ্লোরিয়াস কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা পাশের দোকান থেকে কেক কিনে আনেন। ওই কেক ওই প্রতিষ্ঠানের ৩০ জন শিশু শিক্ষার্থীকে খাওয়ানো হয়। কেক খাওয়ার ৫ মিনিটের মধ্যে তারা বমি করে অসুস্থ হয়ে পড়ে । কিন্ডারগার্টেনের শিক্ষক শান্তনু সরকার এর জন্মদিন থাকায় ৫ম শ্রেণির শিক্ষার্থীরা উক্ত শিক্ষককে সারপ্রাইজ দেওয়ার জন্য ফয়লা বাজারে অবস্থিত মোড়ল স্টোরের মালিক বেলাল মোড়ল (৪০) এর দোকান থেকে কেকটি সংগ্রহ করা হয়েছে মর্মে জানান। এ ঘটনায় শিশুদের অভিভাবকদের পক্ষ থেকে ফয়লা পুলিশ ক্যাম্পে মোবাইল ফোনের মাধ্যমে অভিযোগ জানালে ক্যাম্পের অফিসার ফোর্স ঘটনাস্থলে আসেন। তারা ঘটনার বিষয়ে কথা বলার এক পর্যায়ে দোকানী বেলাল মোড়ল পুলিশের সঙ্গে খারাপ আচরণ করেন। তবে খোঁজ নিয়ে জানা যায়, খুলনা থেকে লোক এসে এলাকার বিভিন্ন দোকানে কেক সরবরাহ করে থাকে। এতে কোন রকম মেয়াদ থাকে না। এক্ষেত্রেও কেকের মেয়াদ ছিল না এবং তা খাওয়ার অনুপযোগী ছিল। দোকানী স্কুলের শিশুদের নিকট মেয়াদ উত্তীর্ণ কেক বিক্রি করেন।
এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ এবং উপজেলা নির্বাহী অফিসারকে ঘটনার বিষয়ে জানানো হয়। পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার মিজ তামান্না ফেরদৌসী এবং ৪২ ফিল্ড রেজিমেন্টের আর্টিলারি রামপাল আর্মি ক্যাম্পের সেনাবাহিনীর একটি টিম এবং রামপাল থানা পুলিশ ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় বিকাল সাড়ে ৪ টায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ভ্রামমাণ আদালত পরিচালনা করেন। এ সময় স্থানীয় ফয়লা বাজার কমিটির লোকজন, সাংবাদিকসহ ১৫০/২০০ জন উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার উক্ত ঘটনায় মোড়ল স্টোরকে সতর্ক করার পাশাপাশি নগদ ৫০ (পঞ্চাশ) হাজার টাকা জরিমানা করেন। এছাড়া দোকানে থাকা আরো ৩টি মেয়াদোত্তীর্ণ কেক সকলের সামনে ধ্বংস করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তর।