Logo
table-post
মোল্লাহাটে মাদক-অরাজকতার ছায়া: পুলিশের নীরবতা, চুরি-ছিনতাই বেড়েই চলছে
01/01/1970 12:00:00

শেখ শাহিনুর ইসলাম শাহিন

মোল্লাহাট উপজেলার বিভিন্ন গ্রামে মাদক ব্যবসায়ীদের আধিপত্য ও মাদক সেবকদের নিরাপদ আশ্রয়স্থানে পরিণত হওয়ায় চুরি, ছিনতাই ও অপরাধমূলক ঘটনা অসহনীয় মাত্রায় বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে কামারগ্রাম, ঘোষগাতী, কুলিয়া, বড়ঘাট, নাশুখালী, চুনখোলা ও গাংনী এলাকায় মাদকের অবাধ লেনদেন চলছে—সরাসরি এলাকাবাসী অভিযোগ করেছেন।

এই অবস্থা প্রবলভাবে থানার কিছু সদস্যের সহায়তায় চালিত হচ্ছে বলে স্থানীয়রা জানাচ্ছেন, “পুলিশের কয়েকজন সদস্য নিয়মিত জড়িত, ফলে মাদক ব্যবসায়ীরা নির্বিঘ্নে কাজ করছে।”
সম্প্রতি এক সংবাদে উল্লেখ করা হয়েছে, বৃহৎ পরিমাণ গাঁজা ও ইয়াবাসহ মাদক কারবারিরা ধরাশায়ী হলেও মাদক কেন্দ্রিক অপরাধমণ্ডল এখনও মোল্লাহাটে সক্রিয় রয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, “আমার ছেলেকে মাদকের ফাঁদ থেকে বাঁচাতে বহু চেষ্টা করেছি, তবে চারপাশ যখন আসক্ত, তখন লড়াই কঠিন হয়ে পড়ে।” এমন আশঙ্কা প্রকাশ করেন এক অভিভাবক।

আটজুড়ী ইউনিয়ন পরিষদের সদস্য জাহাঙ্গীর মোল্লা জানান, আগামী মঙ্গলবার একটি জনগণভিত্তিক সভা আয়োজন করা হয়েছে। এতে মাদক ও অপরাধের বিরুদ্ধে করণীয় পরিকল্পনা গড়া হবে।

@bagerhat24.com