Logo
table-post
মোংলায় ইয়াবা ও গাঁজা সহ আটক ৪
01/01/1970 12:00:00

মাসুদ রানা,মোংলা 

মোংলায়  পৃথক পৃথক  যৌথ অভিযানে ইয়াবা ও গাঁজা সহ ৪ জনকে  আটক করা হয়েছে।

 তারা সবাই মাদক ব্যবসা বা সেবনের সঙ্গে জড়িত বলে দাবি আইন শৃঙ্খলা বাহিনীর।

শুক্রবার রাতে মোংরা পৌর শহরে ও উপজেলায়  এসব অভিযান চালানো হয় বলে   জানিয়েছেন মোংলা থানার ওসি মোঃ আনিসুর রহমান। 

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতে কোস্ট গার্ড পশ্চিম জোনের সদস্যরা ও মোংলা থানা পুলিশ এ সকল মাদক কারবারি ও সেবনকারিদের  গ্রেপ্তর করে।

কোস্ট গার্ডের অভিযানে পৌর শহরের পশ্চিম শেহলাবুনিয়ার মোঃ আশরাফ আলীর ছেলে  মোঃ আলী (৬৩) ২০০ পিস ও মোড়েলগঞ্জ  উপজেলার প্রফুল্ল পোদ্দারের ছেলে ধলু পোদ্দা (৫২) কে ১৮০ পিস সহ গ্রেফতার করা হয়। 

অপর দিকেে পুলিশের অভিযানে মালগাজী গ্রামের ৪ নং ওয়ার্ড  এলাকার বাবুল হাওলাদারের ছেলে মোঃ জিহাদুল ইসলাম, (২২) কে ২৫  গ্রাম গাঁজা ও পৌর শহরের  মাদ্রাসা রোডের সরোয়ার ভুইয়ার ছেলে মোঃ মানজারুল (২৫) কে গ্রেফতার করে মোংলা থানা পুলিশ। 

তিনি আরো  বলেন, উদ্ধারকৃত মাদক ও গ্রেপ্তার মাদক কারবারিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য  মাদক আইনে মামলা দায়ের শেষে  আদলতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়।

@bagerhat24.com