
চিতলমারীতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার
01/01/1970 12:00:00চিতলমারী প্রতিনিধি
চিতলমারী থানার পুলিশ শুক্রবার (১৮ জুলাই) রাত ৯টার দিকে অভিযান চালিয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খান (৬০) ও যুগ্ম সাধারণ সম্পাদক রোকা শেখ (৫০) গ্রেপ্তার করে। সন্দেহভাজন বাবুলকে তার নিজ গ্রাম—আড়ুয়াবর্নী—এর পাশের রাস্তা থেকে আটক করা হয়। শনিবার (১৯ জুলাই) সকালে আদালতে প্রেরণ করা হলো।
চিত্রলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম. শাহাদাৎ হোসেন জানান, বাবুল হোসেন খানের বিরুদ্ধে একাধিক মামলা—তাদের মধ্যে একটি গঠনমূলক বিস্ফোরক আইনে (মামলা নং ০৪, তারিখ ০৬/০৩/২৫ খ্রিঃ)—অন্তর্ভুক্ত রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।
রহস্যজনকভাবে, একই রাতে বড়বাড়িয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রোকা শেখকেও গ্রেপ্তার করা হয়। তাঁকে ও আদালতে পাঠানো হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, অভিযানে পুলিশ গোপন তথ্য ও সংবাদের ভিত্তিতে এ অভিযান চালিয়েছে। একই সাথে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে থানার পক্ষ থেকে জানানো হচ্ছে।
এই গ্রেপ্তার অভিযান স্থানীয় রাজনীতিতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এ ঘটনার প্রেক্ষিতে আগামীতে স্থানীয় রাজনৈতিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন ঘটে যেতে পারে।