
মোরেলগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে জামায়াতের শতশত নেতাকর্মী
01/01/1970 12:00:00মশিউর রহমান মাসুম
আগামি দিন শনিবার ঢাকায় জামায়াতে ইসলামী আহুত জাতীয় সমাবেশে যোগ দিতে বাগেরহাটের মোরেলগঞ্জ থেকে দলটির নেতাকর্মীরা ঢাকার উদ্দেশে রওয়ানা হয়েছেন। সড়ক ও নৌ পথের পৃথক বহরে দলটির প্রায় ৩ হাজার নেতাকর্মী ঢাকার উদ্দেশে পথে রয়েছেন। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে মোরেলগঞ্জ থেকে নৌ পথে একটি ৩ তলা লঞ্চে করে প্রায় ২ হাজার ৫০০ নেতাকর্মী নিয়ে প্রথম বহরটি মোরেলগঞ্জ ছেড়ে যায়।
এ বহরে নেতৃত্ব দিচ্ছেন বাগেরহাট-৪, মোরেলগঞ্জ-শরণখোলা আসনে জামায়াতে ইসলামীর নমিনি তথা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলের প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলীম ও উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. শাহাদাৎ হোসাইন।
অপর বহরটি সড়ক পথে ঢাকার উদ্দেশে মোরেলগঞ্জ ছেড়েছে রাত ৯টায়। এ বহরে নেতৃত্ব দিচ্ছেন মোরেলগঞ্জ পৌরসভা জামায়াতে ইসলামীর আমীর মো. রফিকুল ইসলাম। প্রায় ৫০০ নেতাকর্মীকে সাথে নিয়ে তিনি কয়েকটি পরিবহনে করে ঢাকার সমাবেশে যোগদানের উদ্দেশে রওয়ানা হয়েছেন।
মোরেলগঞ্জ-শরণখোলা আসনে জামায়াতে ইসলামীর নমিনি অধ্যক্ষ আব্দুল আলীম বলেন, ‘ঢাকার সমাবেশ থেকে দলটির ৭ দফা দাবি সকারের কাছে তুলে ধরা হবে। অর্ন্তবর্তীকালীন সরকার জামায়াতের দাবির প্রতি শ্রদ্ধাশীল থাকবে বলে দলের নেতাকর্মীরা আশা করছে’।