
রামপালে বিএনপি নেতার দখলীয় জমি নিয়ে হয়রানির অভিযোগ
01/01/1970 12:00:00
এম,এ সবুর রানা
রামপালে বিএনপি নেতার পিতা হাই হাওলাদারের জমির দখল থেকে উচ্ছেদের ষড়যন্ত্রের অভিযোগ পাওয়া গেছে। প্রতিকার পেতে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন ভুক্তভোগী।
জানা গেছে, উপজেলার বড় সন্নাসী হাজিপাড়া গ্রামের আ. হাই হাওলাদার একই গ্রামের মোতাহার হাওলাদারের ছেল মো. নাসির উদ্দিন ও মেয়ে ময়না বেগমের নিকট থেকে গত ইং ১৮-০৪-২০২২ তারিখে ১১৩৪/২২ নং দলিলে রেজিষ্ট্রি কবলামূলে ০.৯৩৯ শতাংশ জমি ক্রয় করেন। ওই জমি ক্রয়ের পর মালিকানা ঠিক রাখতে আ. হাই রামপাল উপজেলা (ভূমি) সহকারী কমিশনারের দপ্তর থেকে নামপত্তন করেন। জমি ক্রয়ের পর বিগত সরকারের প্রভাব খাটিয়ে জমিটি দখলে রাখতে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করতে থাকেন।
এক পর্যায়ে ওই একই দাগের জমি ৭/৮ মাস পরে ২৪-০৭-২০২৩ তারিখে ১৫৯/২৩ নং দলিলমূলে ক্রয় করেন প্রতিপক্ষ আল মামুন গং। কিন্তু প্রতিপক্ষ থেমে থাকেননি। তারা জমির মালিকানা নিতে রামপাল সহকারী কমিশনার (ভূমি) অফিসে অভিযোগ দাখিল করেছেন এবং নানান টালবাহানা করছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী আ. হাই হাওলাদারের ছেলে মল্লিকেরবেড় ওয়ার্ড বিএনপিন সাধারণ সম্পাদক মো. ইমরান হাওলাদার। তিনি প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।
এ বিষয়ে অভিযুক্ত আল মামুনের সাথে কথা হলে তিনি ওই জমি নিজেদের দাবী করেন। যে কারণে তিনি ১৫০ ধারার আপীল করেছেন বলে জানান।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আফতাব আহমেদ শুনানি করে উভয়ের বক্তব্য গুরুত্বের সাথে বিবেচনায় নেন। তিনি উভয়পক্ষের দালিলিক প্রমাণাদি দাখিলের নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী কমিশনার (ভূমি) মো. আফতাব আহমেদ।