Logo
table-post
ফকিরহাটের লখপুরে গোরা-কারিম সমর্থিত প্রার্থীদের প্রস্তুতিমুলক সভা
01/01/1970 12:00:00

ফকিরহাট প্রতিনিধি

ফকিরহাটের লখপুর ইউনিয়ন বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন ও নির্বাচনে গোরা-কারিম সমর্থিত প্রার্থীদের পরিচিতি ও প্রস্তুতিমুলক আলোচনা সভা বৃহস্পতিবার (১৭জুলাই) রাত সাড়ে ৯টায় জাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা বিএনপি’র সদস্য সচিব মোঃ ফরহাদ হোসেন মোড়লের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ কামরুল ইসলাম গোরা, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ শরিফুল কামাল কারিম।

যুবদল নেতা মোঃ মাসুদ এর সঞ্চালণায় এতে আরো বক্তৃতা করেন সভাপতি প্রার্থী মোঃ আলীবৃদ্দিন আলী, সাধারন সম্পাদক প্রার্থী মোঃ ফকরুল আলম, সাংগঠনিক সম্পাদক প্রার্থী আবুল কালাম আজাদ, বিএনপি নেতা আবুল হাসান, মিজানুর রহমান মিজান, মৎস্য জীবিদল নেতা মোঃ শহিদুল ইসলাম শহিদ, কৃষকদল নেতা গাউস খান, বিএনপি নেতা জাফর ফারাজী, মতিয়ার মোল্লা, মঞ্জুরুল ইসলাম, আলী আকবর, যুবদল নেতা আনারুল ইসলাম, শ্রমিকদল নেতা আবুজার মোড়ল, ফেরদাউস শেখ, মোঃ রোস্তম হাওলাদার ও সুজন সরদার সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

সভায় আসন্ন ২২জুলাই লখপুর ইউনিয়ন বিএনপি’র নির্বাচনে গোরা-কারিম সমর্থিত প্রার্থীদের ছাতা, কলস ও মাছ প্রতিকে ভোট দিয়ে বিজয়ী করার উপর গুরুত্বারোপ করা হয়। 
 

@bagerhat24.com