
বাগেরহাটের আলেম সমাজে শোকের ছায়া: ইসলামী শিক্ষাবিদ মাওলানা কাইয়ুমের ইন্তেকাল
01/01/1970 12:00:00স্টাফ রিপোর্টার
বাগেরহাটের খ্যাতিমান আলেম, দাওরায়ে হাদিস স্তরের মহিলা মাদ্রাসার প্রবর্তক এবং ইসলামী আন্দোলনের সক্রিয় নেতা আলহাজ্ব মাওলানা মো. কাইয়ুম আর আমাদের মাঝে নেই। বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল ৮টার দিকে তার হাঁড়িখালী এলাকার নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।
প্রয়াত এই আলেমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয় একইদিন বাগেরহাট আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে। জানাজায় ইমামতি করেন তার ছোট ছেলে মাওলানা আল-মাশকুর। জানাজায় অংশগ্রহণ করেন তার প্রিয় ওস্তাদ, জাতীয় ওলামা-মাশায়েখ-আইম্মা পরিষদের সভাপতি ও চরমোনাই খলিফা আল্লামা নূরুল হুদা ফয়েজি, গহরডাঙ্গা মাদ্রাসার শীর্ষ আলেম আল্লামা নূরুল ইসলাম সহ জেলা ওলামা সমাজ, রাজনীতিবিদ ও নানা শ্রেণিপেশার মানুষ। পরে মরহুমকে বাগেরহাট শহরের সরুই বড় কবরস্থানে দাফন করা হয়।
মাওলানা কাইয়ুম ইসলামী শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন। তিনি রণবিজয়পুর জামিয়াতুল হুমায়রা আল ইসলামিয়া মাদ্রাসা, ধরাদোয়া পোলেরহাট তরানউল্লাহ মাদ্রাসা এবং তার জন্মস্থান মোড়েলগঞ্জের তেলিগাতী মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের বাগেরহাট জেলা শাখার উপদেষ্টা হিসেবে তিনি দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। এছাড়াও, কোরআন শিক্ষা বোর্ডের সাবেক সেক্রেটারি এবং বাংলাদেশ মোজাহিদ কমিটির জেলা শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন তিনি। পাশাপাশি চালিতাতলা জামে মসজিদের খতিব হিসেবেও দীর্ঘদিন কাজ করেছেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাগেরহাট জেলা ইসলামী আন্দোলনের সভাপতি হাফেজ মাওলানা মাহফুজুর রহমান ও সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মোশাররফ হোসাইন। তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
মাওলানা কাইয়ুমের এ অনাকাঙ্ক্ষিত বিদায়ে বাগেরহাটের ধর্মপ্রাণ মানুষের হৃদয়ে শোকের ছায়া নেমে এসেছে। তার অবদান স্মরণীয় হয়ে থাকবে ইসলামী শিক্ষা ও সামাজিক নেতৃত্বের ইতিহাসে।