
ফকিরহাটের পিলজংগ ভেড়বাড়ীর রাস্তা পাঁকা করণ না করায় সিমাহীন দুর্ভোগ
01/01/1970 12:00:00ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাটের পিলজংগ ইউনিয়নের পিলজংগ ভেড়বাড়ী এলাকার একটি কাচা রাস্তা পাকা করণ না করায় শতাধিক পরিবার চলাচলে সিমাহীন দুর্ভোগের শিকার হচ্ছেন। অতিদ্রুত কাচা এই রাস্তাটি ইটের সলিং নির্মান বা পাকা করণ করার জন্য স্থানীয় সরকার বিভাগের উর্দ্ধতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
জানা গেছে, পিলজংগ ৪নং ওর্য়াডের ভেড়বাড়ী পশ্চিমডাঙ্গা তৈয়েবীয়া জামে মসজিদের দক্ষিনপাশের্^ অথাৎ রেল পার হয়ে সাহেব মল্লিকের বাড়ী হতে নাসির মোল্লার বাড়ী পর্যন্ত প্রায় আধা কিলোমিটার সড়ক রয়েছে। যে সড়কটিকে অনেকে পুরাতন সড়ক বা ব্রিটিশ আমলের সড়ক নামে পরিচিত রয়েছে। সেই সড়কের দুপাশের্^ প্রায় শতাধিক পরিবারের বসবাস রয়েছে। কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে, ব্রিটিশ আমলের পুরাতন সড়ক হলেও এখানে তেমন কোন উন্নয়নের ছোয়া লাগেনী।
গ্রামের অন্যান্য পাড়ায় পিচঢালা পাকা রাস্তা বা ইটের সলিং থাকলেও এখানে উন্নয়নের কোন ছোয়া পড়েনী। তাই বর্ষা মৌসুমে বসবাসরত শতাধিক পরিবারকে পোহাতে হয় সিমাহীন দুর্ভোগ। আবুল হাশেম নামের ৮০বছরের একজন বৃদ্ধ বলেন, বিগত বছর গুলিতে গ্রামের বিভিন্ন এলাকায় কমবেশি উন্নয়ন হলেও এখানে তেমন কোন উন্নয়নের ছোয়া পড়েনী।
বর্ষাকালে এই কাচা রাস্তা দিয়ে চলাচল করতে চরম অসুবিধা হয়। ছোট্টছোট্ট ছেলে-মেয়েরা স্কুল কলেজ ও মাদ্রাসায় যাতায়াত করতে পারে না। অধিকাংশ সময় তারা বৃষ্টিতে কাদামাটি মেখে বাড়িতে চলে আসে। কোন কোন স্থানে হাটু সমান কাদা জমে থাকায় ছেলে-মেয়েরা স্কুল কলেজ বা মাদ্রাসায় না গিয়ে বাড়িতে বসে থাকে।
মিজানুর রহমান, সুফিয়া বেগম ও আকলিমা বেগম সহ একাধিক অভিভাবকরা বলেন, বর্ষা মৌসুম এলে কাদার কারণে অনেক শিশু স্কুল বা মাদ্রাসায় যেতে চাই না। তার পরেও যদি যায়, তাহলে কাচা রাস্তায় পড়ে কাদামেখে বই খাতা ভিজিয়ে বাড়িতে আসে। পিলজংগ ভেড়বাড়ী পশ্চিমডাঙ্গা সাহেব মল্লিকের বাড়ী হতে নাসির মোল্লার বাড়ী পর্যন্ত এই আধা কিলোমিটার সড়কটি অতিদ্রুত ইটের সলিং নির্মাণ বা পাকা করণ করার জন্য তারা উর্দ্ধতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।