Logo
table-post
বাগেরহাটে যুবদল নেতা সবুজের নেতৃত্বে বিক্ষোভ মিছিল
01/01/1970 12:00:00

নিজস্ব প্রতিবেদক
জাতীয়তাবাদী দল-বিএনপি ও তারেক রহমানের নামে অপপ্রচারের প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ মিছিল করেছে যুবদল। বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে শহরের স্বাধীনতা উদ্যান থেকে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি যুবদল নেতা ইমরান খান সবুজের নেতৃত্বে একটি মিছিল বের করা হয়। শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিন করে কেন্দ্রীয় বাসস্টান্ডে গিয়ে শেষ হয় মিছিলটি।


মিছিলে জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দলটিরবেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্লাকার্ড সম্বলিত ছবি নিয়ে কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহন করেন। 
মিছিলকারীরা ফ্যাসিবাদ ও আওয়ামী লীগের দোসরদের হুশিয়ারী দেন। "বাংলাদেশ জিন্দাবাদ", বিএনপি জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, ফ্যাসিবাদ নিপাত জাকসহ বিভিন্ন ধরণের স্লোগান দেওয়া হয়।


জেলা ছাত্রদলের সাবেক সভাপতি যুবদল নেতা ইমরান খান সবুজ বলেন, বিএনপি একটি নির্বাচনমুখী দল। এই দলের নেতাকর্মীরা সবসময় মানুষের পাশে ছিল। ভবিষ্যতেও পাশে থাকবে। যারা বিএনপিকে নিয়ে অপপ্রচার করছে, তারা কেউ মানুষের পাশে থাকবে না। বিএনপিকে নিযে যারা অপপ্রচারে লিপ্ত তাদেরকে ভাল হয়ে যাওয়ার জন্য হুশিয়ারী দেন সাবেক এই ছাত্র নেতা।
 

@bagerhat24.com