
ফকিরহাটে লখপুর বিএনপির নির্বাচন ঘিরে জমজমাট পরিচিতি সভা
01/01/1970 12:00:00ফকিরহাট প্রতিনিধি:
আসন্ন লখপুর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও নির্বাচনে গোরা-কারিম সমর্থিত প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে ফকিরহাটের কাটাখালীতে অনুষ্ঠিত হলো এক প্রাণবন্ত নির্বাচনী পরিচিতি সভা।
মঙ্গলবার রাত সাড়ে ৮টায় লখপুর ইউনিয়নের কাটাখালীতে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা মিজানুর রহমান মিজান। প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ ফরহাদ হোসেন মোড়ল।
সভায় সভাপতি পদপ্রার্থী শেখ আলীবুদ্দিন (প্রতীক: ছাতা), সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ ফকরুল আলম (প্রতীক: কলস) এবং সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী আবুল কালাম আজাদ (প্রতীক: মাছ) - এই তিন প্রার্থীকে আনুষ্ঠানিকভাবে পরিচিত করিয়ে দেওয়া হয়।
পরিচিতির পর একটি মুক্ত আলোচনায় দলীয় নেতারা বক্তব্য রাখেন। তারা আসন্ন ২২ জুলাইয়ের সম্মেলনে গোরা-কারিম সমর্থিত প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভায় বক্তব্য দেন বিএনপি নেতা আবুল হোসেন, শেখ শরিফুল ইসলাম শরিফ, মিজানুর রহমান, মতিয়ার রহমান মোল্লা, উপজেলা কৃষকদল নেতা খান গাইস, যুবদল নেতা আল আমীন, মোজাহার হোসেন, মোস্তাকিন বিল্লাহ, আউব আলী, বায়োজিত হোসেন, আনারুল ইসলাম, কবির হোসেন, শ্রমিকদল নেতা আবুজার মোড়ল, মোহাম্মদ আলী, ফেরদাউস শেখ, রোস্তম হাওলাদারসহ আরও অনেকে।
বক্তারা বলেন, গোরা-কারিম প্যানেল হচ্ছে দলের পরীক্ষিত ও ত্যাগী নেতৃত্বের প্রতিচ্ছবি। তারা দলকে সংগঠিত ও গতিশীল রাখতে ভূমিকা রাখবে। তাই এই প্যানেলের বিজয় সময়ের দাবি।
সভায় উপস্থিত সকল নেতাকর্মী নির্বাচনী প্রচারণা ও ভোটারদের সঙ্গে যোগাযোগ জোরদার করার প্রতিশ্রুতি দেন।