Logo
table-post
চিতলমারী বিএনপি’র সভাপতি টুলুকে মালা দিয়ে বরণ
01/01/1970 12:00:00

চিতলমারী প্রতিনিধি
চিতলমারী উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি মমিনুল হক টুলু বিশ্বাসের জয়ে এলাকায় ভিন্নমাত্রার আমেজ সৃষ্টি হয়েছে। বিষয়টি সর্বস্তরের মানুষ বেশ অন্তর দিয়েই অনুভব করছেন। বেশী খুশি হয়েছেন উপজেলার নীরিহ জনসাধারণ। এ কারণে তাঁকে ফুল ও মালা দিয়ে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ বরণ করছেন। যা তাঁর জনপ্রিয়তার প্রমাণ দিচ্ছে বলে কর্মি-সমর্থকেরা মনে করছেন। 


তদরুপ মঙ্গলবার (১৫ জুলাই) সন্ধ্যায় তাঁকে মালা দিয়ে বরণ করেন চিতলমারী বাজারের বিশিষ্ট পাদুকা ব্যবসায়ী মোঃ লিটন শেখ। 


মমিনুল হক টুলু বিশ্বাস দীর্ঘ রাজনৈতিক জীবনে ছাত্রদল, যুবদল ও উপজেলা বিএনপি’র নেতৃত্ব দিয়েছেন। তিনি বিগত আওয়ামী সরকারের অসংখ্য মিথ্যা ও হয়রানীমূলক মামলার শিকার। 


গত ১১ জুলাই চিতলমারী উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলার ৭টি ইউনিয়নের মোট ৪৯৭ জন ভোটারের মধ্যে ৪৮৭ জন ভোটার তাদের ভোট প্রদান করেন। ভোটারদের প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে আনারস প্রতীক নিয়ে মমিনুল হক টুলু বিশ্বাস ২৪১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। 
 

@bagerhat24.com