
কচুয়ায় মানবিক ইউএনও’র বদলি আদেশ বাতিলের দাবিতে জনতার মানববন্ধন
01/01/1970 12:00:00কচুয়া প্রতিনিধি
কচুয়া উপজেলার মানবিক ও উন্নয়নবান্ধব নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদের হঠাৎ বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে অনুষ্ঠিত হয়েছে এক হৃদয়স্পর্শী মানববন্ধন।
মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে উপজেলার সাইনবোর্ড বাজার গোলচত্বরে স্বেচ্ছাসেবী সংগঠন ‘চলো পাল্টাই’ এর আয়োজনে এই মানববন্ধনে অংশ নেন স্কুল-কলেজের শিক্ষার্থী, শিক্ষক, সাধারণ জনগণসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এসময় গোয়ালমাঠ রশিকলাল মাধ্যমিক বিদ্যালয় ও বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। বক্তারা বলেন, কে এম আবু নওশাদ শুধু একজন প্রশাসনিক কর্মকর্তা নন, তিনি একজন মানবিক মানুষ, যিনি রাতের আঁধারে সাইকেলে করে ছুটে যান অসহায় মানুষের খোঁজে।
বক্তব্য রাখেন রশিকলাল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিলন কুমার গুহ, গোয়ালমাঠ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসেম ফরাজী, শিক্ষক নেতা গোপাল দেবনাথ, উপদেষ্টা সুব্রত কুমার মুখার্জীসহ আরও অনেকে।
তারা বলেন, ইউএনও আবু নওশাদের নেতৃত্বে কচুয়ায় শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামোসহ বিভিন্ন খাতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তার হঠাৎ বদলি শুধু একটি ব্যক্তি বদল নয়, এটি কচুয়ার উন্নয়নের ধারায় বড় ধাক্কা।
বক্তারা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কে এম আবু নওশাদের বদলি আদেশ যেন পুনর্বিবেচনা করে বাতিল করা হয়, এবং তাকে কচুয়াতেই রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক সুভাস চন্দ্র কর, কৃষ্ণ কান্ত দাস, শিক্ষক মো. নুরুল ইসলাম, আলমগীর হোসেন, খালিদ হোসেন, অনামিকা সাহা, সাহিনা আক্তার, বেল্লাল হোসেন, শেখ মনিরুজ্জামান, নয়ন সরদার প্রমুখ।
এ সময় মানববন্ধন স্থলে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। উপস্থিত সবাই কচুয়ার প্রিয় ইউএনওকে রেখে দেওয়ার দাবিতে এককণ্ঠে আওয়াজ তোলেন।