
বাগেরহাট বাস মালিক সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা
01/01/1970 12:00:00নিজস্ব প্রতিবেদক
বাগেরহাট আন্তঃজেলা জেলা বাস-মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন-২০২৫ এর তফসিল ঘোষণা করা হয়েছে। বাস মালিক সমিতির কার্যালয় হলরুমে নির্বাচন পরিচালনা কমিটির এক সভা শেষে এ তফসিল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এ্যাডভোকেট শেখ নুরুল ইসলাম। নির্বাচন পরিচালনা কমিটির আরও দুই সদস্য হলেন, এ্যাডঃ শেখ শহিদুল ইসলাম (নিপ্পন) এবং সাইফুল মিনা।
তফসিল অনুযায়ী আগামী ২ আগস্ট সকাল ৯টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত সমিতির প্রধান কার্য্যালয়ে ১৩টি পদের জন্য ভোটগ্রহন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ১৬৫জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
তফসিল অনুযায়ী ১৬ জুলাই বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত ও ১৭ জুলাই সকাল ৯টা থেকে দুপুর ১২ পযন্ত সমিতির কার্যালয় থেকে মনোনয়ন পত্র বিক্রয় করা হবে। ১৭ জুলাই বিকাল ৩টা থেকে রাত ৮টা পযন্ত মনোনয়ন পত্র জমা। ১৮ জুলাই বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত মনোনয়ন পত্র বাছাই। ১৯ জুলাই সকাল ১০টা থেকে বিকাল ৪টা পযন্ত মনোনয়ন পত্র প্রত্যাহার।
১৯ জুলাই বিকাল ৫টা প্রতীক বরাদ্দ। ২ আগস্ট সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বাগেরহাট আন্তঃজেলা জেলা বাস-মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির প্রধান কার্যালয়ে নির্বাচনের ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণা করা হবে।