Logo
table-post
পিরোজপুরে এনসিপির জনসভা : ‘রাষ্ট্র সংস্কার ছাড়া মুক্তি নেই’—নাহিদ ইসলামের ঘোষণা
01/01/1970 12:00:00

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরে আয়োজিত এক জনসভায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “গণঅভ্যুত্থানের পরে আমরা চেয়েছিলাম রাষ্ট্রের কাঠামো সংস্কার করে একটি ন্যায্য ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে। দুর্ভাগ্যজনকভাবে, অনেকে কেবল ক্ষমতা দখলের দিকেই দৃষ্টি রেখেছেন, সংস্কার তাদের অগ্রাধিকার নয়।”

তিনি বলেন, “আমরা আহ্বান করেছিলাম, নতুন সরকারকে সহযোগিতা করে দেশ গঠনে একসাথে কাজ করতে। কিন্তু কিছু রাজনৈতিক শক্তি তাড়াহুড়ো করে নির্বাচন চায়, অথচ জনগণের অধিকার প্রতিষ্ঠা ও প্রশাসনিক পরিবর্তনের প্রশ্নে তারা নিরব। আমরা স্পষ্টভাবে বলেছি, সংস্কার চাই। যারা জনগণের বিরুদ্ধে কাজ করেছে—তাদের বিচার হতে হবে।”

জুলাই বিপ্লবের কথা স্মরণ করে তিনি বলেন, “এই আন্দোলন শুরু হয়েছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাধ্যমে, পরে এতে শিক্ষক, শ্রমিক, সাধারণ মানুষ সবাই যুক্ত হয়েছিলেন। সেদিন রাজপথে রক্ত দিয়ে যারা শহীদ হয়েছেন, আমরা আজ তাঁদের শ্রদ্ধাভরে স্মরণ করি।”

নাহিদ ইসলাম আরও বলেন, “গণঅভ্যুত্থানের পরও পিরোজপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দাপট অব্যাহত রয়েছে, যা আমরা মেনে নিতে পারি না। ব্যবসায়ীরা আজ নিরাপত্তাহীনতায় ভুগছে। ঢাকায় একজন ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা—এটাই তার জ্বলন্ত প্রমাণ।”

তিনি বলেন, “জুলাই শহীদদের স্বপ্ন পূরণ ও ঘোষণা বাস্তবায়নের লক্ষ্যে আমরা জেলায় জেলায় যাব, প্রাকৃতিক বাধা উপেক্ষা করেই আন্দোলন চালিয়ে যাব। এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এনসিপির পদযাত্রা চলবে।”

রোববার (১৩ জুলাই) সকালে ‘জুলাই পদযাত্রা’র ১৩তম দিনে পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন। পথযাত্রাটি পিরোজপুর সার্কিট হাউস থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে শেষ হয়।

সভায় আরও বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা। উপস্থিত ছিলেন এনসিপির স্থানীয় নেতৃবৃন্দও।


@bagerhat24.com