
জাতীয় ‘ঐতিহ্য বুক ইনফ্লুয়েন্সার অ্যাওয়ার্ড ২০২৪’ পেলেন সাংবাদিক-লেখক কপিল ঘোষ
01/01/1970 12:00:00স্টাফ রিপোর্টার
সাহিত্য বিষয়ক বই ও পাঠচর্চা প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রাখায় বাগেরহাটের চিতলমারী উপজেলার জ্যেষ্ঠ সাংবাদিক ও লেখক কপিল ঘোষকে জাতীয়ভাবে ‘‘ঐতিহ্য বুক ইনফ্লুয়েন্সার অ্যাওয়ার্ড ২০২৪’’ প্রদান করা হয়েছে।
বসুন্ধরা শুভসংঘ সহ প্রশাসন, স্থানীয় সাংবাদিক ও সংস্কৃতিকর্মীদের সাথে তিনি বিভিন্ন সময়ে জেলা ও উপজেলা পর্যায়ে বইমেলার আয়োজন করেন। এছাড়া সারা বছর ধরে সাহিত্য বিষয়ক বই পাঠের জন্য এলাকায় ভূমিকা রাখেন।
ঐতিহ্য’র প্রধান নির্বাহী আরিফুর রহমান নাইম স্বাক্ষরিত সনদপত্র, সম্মাননা ক্রেস্ট ও বই উপহার রবিবার (১৩ জুলাই, ২০২৫) কুরিয়ারযোগে কপিলের হাতে এসে পৌঁছায়। কপিলের এই প্রাপ্তিতে অভিনন্দন ও ঐতিহ্যকে ধন্যবাদ জানিয়েছেন চিতলমারী উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। কপিল চিতলমারী উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি এবং কালের কন্ঠ'র চিতলমারী- কচুয়া উপজেলা প্রতিনিধি।
‘ঐতিহ্য বুক ইনফ্লুয়েন্সার অ্যাওয়ার্ড ২০২৪’ সম্পর্কে কপিল ঘোষ বলেন, ঐতিহ্য’র পক্ষ হতে এই সম্মাননা প্রদানের জন্য অনলাইনে তথ্য চাওয়া হয়েছিল। তিনি গত ২০২৪ সালের ০৬ জানুয়ারী ঐতিহ্য কতৃপক্ষের কাছে সকল তথ্য প্রেরণ করেন। এরপর গত ০২ জুলাই, ২০২৫ তারিখে ঐতিহ্য’র ফেসবুক হতে জানা যায়, সারাদেশ হতে বাছাইকৃত ২৪ জন সাহিত্যপ্রেমী মানুষ ‘‘ঐতিহ্য বুক ইনফ্লুয়েন্সার অ্যাওয়ার্ড ২০২৪’’ পেয়েছেন।
কপিল ঘোষ ২০০৪ সাল হতে বিভিন্ন সময় জেলা ও উপজেলা পর্যায়ে ‘ঐতিহ্য বই উৎসব’সহ বইমেলা আয়োজনে অবদান রাখেন। ইতোমধ্যে তাঁর লেখা ইতিহাসভিত্তিক ও রহস্যময় তিনখানা বই ঢাকা বইমেলায় প্রকাশ ও সমাদৃত হয়েছে।
তা হলো- সুন্দরবনাঞ্চলের ৫০ বছরের (১৯৭১-২০২১) নানা ঘটনাবহুল গল্পের বই ‘‘সুন্দরের টানে মঙ্গল শত্রু’’, মোবাইলের ইতিবাচক ও নেতিবাচক প্রভাব ভিত্তিক রহস্যময় গল্পের বই ‘‘মোবাইল ভূতের খোঁজে’’ এবং সামাজিক ইতিহাস ভিত্তিক গল্পের বই ‘‘বোহেমিয়ান যুদ্ধজীবন।’’
প্রসঙ্গত, ‘‘সুন্দরের টানে মঙ্গল শত্রু’’ প্রকাশের পর সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে জাতীয় পর্যায়ের কবি সাহিত্যিকদের ‘সাহিত্য সম্মেলন ২০২২’এর সম্মাননা ক্রেস্ট কপিল ঘোষকে প্রদান করা হয়েছিল। তাঁর এসব প্রাপ্তিতে অভিনন্দন জানিয়েছেন চিতলমারী উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।