Logo
table-post
লড়াই শুরু, এবার নতুন খেলার সময়: জাতীয় নাগরিক পার্টির কণ্ঠে পাটোয়ারী
01/01/1970 12:00:00

📍 রামপাল প্রতিনিধি: এম.এ সবুর রানা

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারী শনিবার (১২ জুলাই) বাগেরহাটের রামপাল উপজেলার ফয়লা বাজারে অনুষ্ঠিত এক পথসভায় হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “রাজপথে লড়াই শুরু হয়ে গেছে। এখন সময় এসেছে নতুন খেলা খেলার। এসি রুমে বসে যারা বলে, ‘বাংলার মানুষ সংস্কার বোঝে না’ — তাদের জন্য আমাদের বার্তা স্পষ্ট: আপনারা সাবধান হন।”

তিনি বলেন, “আমরা পুরনো বন্দোবস্ত মানি না। যারা লুটপাট, চাঁদাবাজি ও ক্ষমতার দখলদারিত্বে ফিরতে চায়, জনগণ তাদের লাল কার্ড দেখাবে।”

জাতীয় নাগরিক পার্টির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে এটি ছিল ১২তম দিনের কর্মসূচি। রামপালে এই পথসভায় অংশ নিয়ে একাধিক নেতা বর্তমান রাজনৈতিক বাস্তবতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

দলটির সদস্য সচিব শেখ আখতার হোসেন অভিযোগ করেন, “যেসব নেতা অতীতে পালিয়ে ছিল, তারা এখন ফিরে এসে রামপালে ঘের দখলের রাজনীতি করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে না থাকলেও তার ‘সিস্টেম’ এখনো সক্রিয়। ঢাকায় চাঁদার জন্য মানুষ খুন হচ্ছে। রামপালেও চলছে ঘের দখলের রাজনীতি।”

তিনি আরও বলেন, “যদি কেউ এই দেশে ঘের দখল, কমিশন খাওয়া, বা চাঁদাবাজির রাজনীতি করতে চায়, তাহলে জনগণ যেমন হাসিনাকে বিদায় দিয়েছে, তাদেরও বিদায় জানাবে।”

আখতার বলেন, “রামপালে কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের আড়ালে মানুষকে জলবায়ু সংকটে ফেলা হচ্ছে। মোংলা বন্দরকে ঘিরে চলছে আন্তর্জাতিক ষড়যন্ত্র। এসব প্রতিরোধে প্রয়োজন সর্বস্তরে সংস্কার।”

তিনি স্পষ্ট করে বলেন, “শুধু নির্বাচন দিলেই গণতন্ত্র আসবে না। পুলিশ, প্রশাসন এবং প্রতিষ্ঠানগুলোতে সংস্কার না আনলে সঠিক গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়।”

এসময় আরো বক্তব্য রাখেন—উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, শামান্তা শারমিন, মোল্যা নসরুল্লাহ, রামপাল এনসিপি সমন্বয়ক মাজিদুর রহমান জুয়েল, আল আমিন শেখ, খালিদ হাসান নোমান প্রমুখ।

@bagerhat24.com