
৩টি ট্রলারসহ ২৭ জেলে আটক
01/01/1970 12:00:00মোংলা প্রতিনিধি
পূর্ব সুন্দরবনের দুবলার চরে বনরক্ষীদের অভিযানে ৩টি নৌকা সহ ২৭ জন জেলেকে আটক করেছে বন বিভাগ। বৃহস্পতিবার সকাল থেকে বনের গহীনে গিয়ে অবৈধভাবে মাছ ধরার সময় বনরক্ষীদের স্মাট টিমের সদস্যরা এসকল জেলেদের আটক করে। এ সময় জব্দ করা হয়েছে মাছ ধরার জাল সহ অন্যান্য সরঞ্জাম।
বনবিভাগ সূত্রে জানা যায়, পূর্ব সুন্দরবন বন বিভাগের স্মার্ট টীমের সদস্যরা নিয়মিত টহল দিচ্চিল। এসময় বনরক্ষীরা গোপনে সংবাদ পায় একদল জেলে বন বিভাগের পাশ পারমিট বিহিন বনের ভিতরে ঢুকে অবৈধ পন্থায় মাছ শিকার করছে। সেই কবরের সুত্রধরে বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে দুবলার মেহেরআলী ও ডিপোরখালে অভিযানে গেলে বনরক্ষীদের দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এসকল জেলেরা। পরে ধাওয়া করে ওই এলাকা থেকে ২৭ জন জেলেসহ তিনটি ট্রলার আটক করে।
এ সময় জব্দ করা হয় জেলেদের মাছ ধরার জাল ও অন্যান্য সমাগ্রী। আটক জেলেরা বনবিভাগের মাছ ধরার পাস পারমিট ছাড়াই সুন্দরবনের নদী ও খালে মাছ ধরতে গিয়েছিলো বলে বনরক্ষীরা জানান। জেলেদের বাড়ী খুলনার কয়রা, বাগেরহাটের মোরেলগঞ্জ ও মোংলা এলাকায়। স্মার্ট টীমের সদস্যরা আটক ট্রলার ও জেলেদের আলোরকোল ফরেষ্ট টহল ফাঁড়িতে সোপর্দ করেছে ।
পূর্ব সুন্দরবন বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) রানা দেব বলেন, দুবলারচরে ট্রলারসহ আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দেওয়া হবে । বর্তমানে ১জুন থেকে ৩১ আগষ্ট পর্যন্ত সুন্দরবনে মাছধরা ও প্রবেশে তিন মাসের নিষেধাজ্ঞা জারী রয়েছে বলে জানায় রেঞ্জ কর্মকর্তা রানা দেব।