Logo
table-post
ফকিরহাটে টানা বৃষ্টিতে ডুবলো বীজতলা, ঝুঁকিতে সবজি ক্ষেত ও মাছের ঘের
01/01/1970 12:00:00

পি কে অলোক, ফকিরহাট:
বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলায় কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টির ফলে নিচু এলাকার কৃষিজমি, সবজি ক্ষেত ও মৎস্য ঘেরগুলো ব্যাপকভাবে ক্ষতির মুখে পড়েছে। ইতোমধ্যে অনেক আমন ধানের বীজতলা পানিতে ডুবে গেছে। এতে কৃষকেরা চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন।

স্থানীয় কৃষক মো. বিল্লাল হোসাইন ও মো. রাজেদ শেখ জানান, টানা বৃষ্টির কারণে তাদের বীজতলা সম্পূর্ণভাবে তলিয়ে গেছে। এতে চারা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করছেন তারা। অন্যদিকে, উপজেলার সবজি খেতগুলোও পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে। ফলে শাক-সবজির ব্যাপক ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে।

মৎস্যচাষীরা জানান, বৃষ্টির কারণে ঘেরগুলোর পানি বেড়ে ডুবু-ডুবু অবস্থায় রয়েছে। বিশেষ করে শেখ মনি, কালিপদ বিশ্বাস, জাকির হোসেনসহ অনেক খামারি বলেন, বৃষ্টি চলতে থাকলে তাদের মাছের ঘের তলিয়ে যাবে এবং তা থেকে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়বেন তারা।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শেখ আছাদুল্লাহ জানান, বর্তমানে অধিকাংশ খাল-বিল, পুকুর ও ঘের পানিতে পূর্ণ। পরিস্থিতি মোকাবিলায় মাইকিং করে জনগণকে সতর্ক করা হচ্ছে এবং নদী ও খালে থাকা জাল-পাটা সরিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

ফকিরহাট উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শেখ শাখাওয়াত হোসেন বলেন, উপজেলার ৪০ হেক্টর জমিতে আমন ধানের বীজতলা তৈরি করা হয়েছে, যার মধ্যে ১০ হেক্টর ইতোমধ্যে পানিতে ডুবে গেছে। পাশাপাশি ১৪০০ হেক্টর সবজি জমির মধ্যে ২০ হেক্টর তলিয়ে গেছে। আউশ ধানের ২০৭ হেক্টর জমির মধ্যে ৩ হেক্টর পানিতে তলিয়ে গেছে বলেও তিনি জানান।

তিনি আরও বলেন, বৃষ্টি যদি এখনই বন্ধ হয় তবে বীজতলা ও ফসলের বড় ক্ষতির সম্ভাবনা কম। তবে বৃষ্টি যদি অব্যাহত থাকে, তাহলে ক্ষয়ক্ষতির পরিমাণ বহুগুণ বেড়ে যেতে পারে।

অন্যদিকে, এই টানা বৃষ্টিতে দিনমজুর, রিকশা-ভ্যানচালকসহ নিম্ন আয়ের মানুষজন চরম দুর্ভোগে পড়েছেন। কাজের অভাবে আয় কমে যাওয়ায় তাদের সংসার চালানো কষ্টকর হয়ে উঠেছে।

ফকিরহাটের কৃষক, খামারি ও সাধারণ মানুষেরা এখন দুশ্চিন্তায় দিন পার করছেন—আশায় বুক বেঁধেছেন, যেন দ্রুত বৃষ্টি থেমে যায় এবং পরিস্থিতি স্বাভাবিক হয়।

@bagerhat24.com