Logo
table-post
মোরেলগঞ্জে ইউপি সচিবের বিরুদ্ধে চেয়ারম্যান ও মেম্বারদের অভিযোগ
01/01/1970 12:00:00

মশিউর রহমান মাসুম
মোরেলগঞ্জে এক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তার (সচিব) বিরুদ্ধে নানা অনিয়ম, অসদাচরণের অভিযোগ পাওয়া গেছে। নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদের সচিব  মো. ছালাহ উদ্দিনের বিরুদ্ধে লিখিত অভিযোগ তুলেছেন পরিষদের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম ও অপর ১২ জন মেম্বার। তারা এর বিচার ও প্রতিকারের দাবিতে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।

 

অভিযোগে বলা হয়েছে, জনপ্রতিনিধিদের কোন প্রকার মূল্যায়ন না করে পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. ছালাউদ্দিন সকল প্রকার আর্থিক সহায়তার তালিকা যেমন ভিজিএফ, মৎস্যজীবী তালিকা, জন্ম-মৃত্যু সনদ, ওয়ারিশ কায়েম সনদ ও নাগরিক সনদপত্র প্রদানের বিষয়ে জনপ্রতিনিধিদের কোন পরামর্শ নেওয়া হয়না। এগুলো সে একাই পরিচালনা করছে।

 

এ বিষয়ে নিশানবাড়িয়া ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মো. ছালাহউদ্দিন বলেন,  ইউপি সদস্যগণ ৫ তারিখের পর পরিষদে আসেন না। বিভিন্ন বিতরণের ক্ষেত্রে রাজনৈতিক নেতারা তালিকা প্রস্তুত। তার বিরুদ্ধে দায়ের করা অভিযোগের কোন সত্যতা নেই। 

@bagerhat24.com