Logo
table-post
রামপালে চক্ষু চিকিৎসা শিবিরে ছানিপড়া রোগী বাছাই প্রাথমিক চিকিৎসা প্রদান
01/01/1970 12:00:00

এম,এ সবুর রানা

রামপালে বিনামূল্য জুলাই স্বাধীনতা স্মরণে এক চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে। হিলফুল ফুজুল ও খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের যৌথ উদ্যোগে এ ফ্রি চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়। 

 

উপজেলার সোনাতুনিয়া আজিজিয়া কামিল মাদরাসায় বৃহস্পতিবার (১০ জুলাই) হিলফুল ফুজুলের প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক মুনিরুজ্জামানের সভাপতিত্বে দিনব্যাপী চক্ষু শিবিরের প্রধান অথিতির বক্তব্য দেন সোনাতুনিয়া আজিজিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা এস, এম আ. আজিজ। বিশেষ অথিতির বক্তব্য দেন বিশিষ্ট সমাজ সেবক শেখ মাঞ্জুরুল হক রাহাদ,

অধ্যক্ষ এ, বি, এম আব্দুস সোবহান প্রমুখ। চক্ষু শিবিরের উদ্বোধন করেন বিশিষ্ট আইনজীবী ও সমাজসেবক এ্যাডভোকেট শেখ আ.ওয়াদুদ।

চক্ষু চিকিৎসা শিবিরে ছানিপড়া রোগীদের অপারেশনের জন্য বাছাই করা হয়। এ সময় আগত ৬ শতাধিক রোগীকে বিনামূল্য প্রাথমিক চিকিৎসা, ২ শতাধিক রোগীকে চশমা প্রদান ও ৬০ জন রোগীকে চোখের ছানি অপারেশনের জন্য বাছাই করা হয়। অধ্যাপক মুনিরুজ্জামান জানান, এ ধরনের কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।

@bagerhat24.com