
বাগেরহাটে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার প্রস্তুতি সভা অনুষ্ঠিত, নানা আয়োজনের পরিকল্পনা
01/01/1970 12:00:00স্টাফ রিপোর্টার
বাগেরহাটে আসন্ন জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ডা. মো. ফকরুল হাসান।
সভায় বিভিন্ন সরকারি ও রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংস্কৃতিক কর্মী এবং ছাত্র সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। বক্তব্য রাখেন বাগেরহাটের পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ভাস্কর দেবনাথ বাপ্পি, বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম, সাবেক সভাপতি এমএ সালাম, জামায়াতের আমীর মাও. রেজাউল করিম এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক এম এম সাদ্দাম হোসেন।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, আগামী ৫ আগস্ট পর্যন্ত বাগেরহাটে জুলাই মাসজুড়ে চলবে নানা সাংস্কৃতিক ও জনসম্পৃক্ত কর্মসূচি। এর মধ্যে রয়েছে—
-
জুলাই মনুমেন্ট নির্মাণ,
-
সাংস্কৃতিক অনুষ্ঠান,
-
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণআন্দোলন বিষয়ক চলচ্চিত্র প্রদর্শনী,
-
বিভিন্ন স্মরণসভা ও আলোচনাসভা।
সভায় অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, এই আয়োজন নতুন প্রজন্মকে বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার করে তুলবে এবং দেশের ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে ভূমিকা রাখবে।
জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার মাধ্যমে বাগেরহাটের রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সচেতনতা নতুন মাত্রা পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এসব কর্মসূচি বাগেরহাটের জনগণের মধ্যে সম্প্রীতি ও ঐক্য জোরদার করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।