Logo
table-post
নিখোঁজের একদিন পরে বাগানে যুবকের ঝুলন্ত মরদেহ
01/01/1970 12:00:00

মশিউর রহমান মাসুম

মোরেলগঞ্জে সঞ্জয় কর্মকার(৩০) নামে এক যুবক নিখোঁজের একদিন পরে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে তার মরদেহ। রবিবার বিকেল ৩ টার দিকে খাউলিয়া ইউনিয়নের সন্নাসী বাজারের কাছে আফজাল হোসেনের বাড়ির বাগানে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। সে বানিয়াখালী গ্রামের নারায়ন কর্মকারের ছেলে। সঞ্জয় কর্মকার তার বড় ভাই নরেশ কর্মকারের সাথে আফজাল হোসেনের বাড়িতে ভাড়ায় থাকতো। শনিবার বেল ১০টার দিকে সে ঘর থেকে বের হয়ে নিখোঁজ ছিলো।

এ বিষয়ে নরেশ কর্মকার বলেন, মাত্র ৪ মাস পূর্বে সঞ্জয় পার্শ্ববর্তী ইন্দুরকানি এলাকায় বিয়ে করেছিলো। বিয়ের এক মাস পরেই পারিবারিক কলহের জের ধরে স্ত্রী সুস্মিতা রানী পিত্রালয়ে চলে যায়। এ ঘটনায় মানষিক চাপে পড়ে সঞ্জয় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতলুবর রহমান বলেন, অপমৃত্যুর মামলার সূত্র ধরে সঞ্জয় কর্মকারের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েরেছ। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। 

@bagerhat24.com