
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকারে বাঁধা দেয়ায় বিএনপি নেতাসহ ৫ জনকে পিটিয়ে রক্তাক্ত জখম
01/01/1970 12:00:00মাসুদ রানা,মোংলা
সুন্দরবনের নদী ও খালে বিষ দিয়ে মাছ শিকারে বাধা ও প্রতিবাদ করায় মোংলা চিলা ইউনিয়নের বৌদ্ধমারী বাজারে ইউনিয়ন বিএনপি নেতা বাবুল হাওলাদার সহ চারজন গুরুতর রক্তাক্ত জখম সহ আহত করেছে বিষ দস্যুরা।
আহতরা হচ্ছে, বিএনপি নেতা বাবুল হাওলাদার, ইলিয়াছ জমাদ্দার, জেকি জোমাদ্দার, পাবেল হাওলাদার ও রিয়াজ জমাদ্দার।
প্রত্যক্ষ্দর্শী ও স্থানীয়রা জানায়, মোংলার বৌদ্ধমারী বাজারে একটি দোকানে সুন্দরবনের খালে বিষ দিয়ে মাছ শিকার না করতে স্থানীয় কাদের জমাদ্দারের সাথে ইলিয়াস জমাদ্দারের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় ইলিয়াছ জমাদ্দার শারীরিকভাবে আহত হলে তার শ্যালক বাবুল হাওলাদার মীমাংসার জন্য এগিয়ে গেলে কাদের জোমাদ্দর, আলামিন জোমাদ্দার, হাসান জোমাদ্দার, মামুন জোমাদ্দার, জাহিদ ব্যাপারীসহ তাদের একটি সংঘবদ্ধ গ্রুপ দেশীয় লাঠিসোটা এবং রড নিয়ে বিএনপি নেতা বাবুল সহ তাদের লোকজনের উপর হামলা চালায়। এসময় বাবুলসহ ৫জন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে তারা মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
এঘটনা শোনার সাথে সাথে বিএনপির মোংলা উপজেলা ও পৌর শাখার বিভিন্ন নেতা কর্মীরা ও মোংলা প্রেস ক্লাবের বর্তমান সভাপতি সহ বিএনপি নেতা বাবুলকে দেখার জন্য হাসপাতালে ভিড় জমায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো: শাহিন বলেন, বাবুল, জ্যাকি এবং ইলিয়াস জমাদ্দারের মাথায় প্রচন্ড আঘাত রয়েছে। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করে রাখা হয়েছে। তবে অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আনিসুর রহমান বলেন, এ ঘটনা শোনার সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।