Logo
table-post
বেতাগা গোবিন্দ মন্দির অঙ্গনে শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টোরথযাত্রা অনুষ্ঠিত
01/01/1970 12:00:00

ফকিরহাট প্রতিনিধি

ফকিরহাটের বেতাগা ইউনিয়ন সর্বজনীন শ্রী শ্রী গোবিন্দ মন্দির কমিটির আয়োজনে শ্রী শ্রী জগন্নাথদেবের উল্টোরথযাত্রা অনুষ্ঠানের সমাপনি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫জুলাই) সকালে বিঘাই শ্রী শ্রী গোবিন্দ মন্দির অঙ্গন থেকে জগন্নাথদেবের উল্টোরথ টেনে বেতাগা গোবিন্দ মন্দির অঙ্গনে এনে রাখা হয়। সেখানে দুপুর তিনটায় এক ধর্মিয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মন্দির কমিটির সভাপতি শ্রী অনিমেষ কান্তি নন্দী’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা জামায়াতে ইসলামী বাংলাদেশ এর আমীর মাওলানা এবিএম তৈয়েবুর রহমান, বিশেষ অতিথি ছিলেন, রাজনৈতিক সেক্রেটারী অধ্যাপক মোফাজ্জেল হায়দার। মন্দির কমিটির উপদেষ্টা দাশ শিশির কুমার ও সদস্য মিন্টু দাশের যৌথ সঞ্চালনায় এতে আরো বক্তৃতা করেন, বেতাগা ইউনিয়ন জামায়াতের সাবেক সভাপতি মাষ্টার আবু দাউদ সহ বিভিন্ন ব্যক্তিবর্গ।

অপরদিকে বিকাল ৪টায় একই মঞ্চে অনুরুপ আলোচনা সভায় বক্তৃতা করেন, বেতাগা ইউনিয়ন বিএনপি’র আহবায়ক এসএম আকরাম হোসেন,  সাবেক সাধারন সম্পাদক এ্যাডঃ মোস্তফা কামাল মাসুম, বিএনপি নেতা জাহাংগীর হোসেন ধলা, রফিকুল ইসলাম, জিল্লুর রহমান, মন্দির কমিটির সহ-সভাপতি সঞ্জীব দাশ শক্তি, পরিতোষ চক্রবর্তী, সাধারন সম্পাদক জ্যোর্তীময় চক্রবর্তী ও অর্থ সম্পাদক দেবাশীষ দাশ প্রমুখ। 

@bagerhat24.com