Logo
table-post
কচুয়ায় শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার উল্টো টান
01/01/1970 12:00:00

শুভংকর দাস বাচ্চু
নানা ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে দিয়ে বাগেরহাটে কচুয়ায় শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার উল্টো টান অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (০৫ জুলাই) দুপুরে ৬শত বছরের পুরাতন উপজেলার শিবপুর শিব মন্দিরে সনাতন ধর্মাবলম্বী হাজারও ভক্তরা জড়ো হয়ে পূর্ণলাভের আশায় শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার উল্টো টানে অংশ নেন। সাইনবোর্ড বাজারস্থ কালিপদ নাথ স্মৃতি শ্রীশ্রী দূর্গা মন্দির প্রাঙ্গন থেকে শিবপুর শিবমন্দিরে রথ টেনে যান ভক্তরা।

 

এদিন দুপুরে শিব মন্দির চত্বরে মন্দির কমিটি সভাপতি প্রদীপ বসু সন্তুর সাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)এর বাগেরহাট জেলা আহ্বায়ক কমিটির সদস্য ও জিয়া চ্যারিটেবল মামলার আসামী মনিরুল ইসলাম  খান, এসময় তিনি তার বক্তব্যে বলেন, ধর্ম যারযার অনুষ্ঠান সবার, আমরা হিন্দু-মুসলিম-বৈদ্য খৃষ্টান সবাই একত্রে বসবাস করি। সংখ্যাগুরু বা সংখ্যালঘু বলে কোন ভেদাভেদ নেই। আমরা কচুয়াবাসী সবাই একত্রে মিলে মিসে  চলি এবং চলবো। 

 

মন্দির কমিটি সাধারন সম্পাদক  শিমুল চন্দ্র রায়ের সঞ্চলনায় বিশেষ অতিথি  ছিলেন, কচুয়া থানার অফিসার ইনচার্জ( ওসি) শামীম আহমেদ খান ,জেবি গ্রুপের চেয়ারম্যান ও কচুয়া উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক সরদার জাহিদুল ইসলাম, বাগেরহাট যদুনাথ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ঝিলাম মন্ডল।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কচুয়া উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ তহিদুল ইসলাম, যুগ্ন-আহবায়ক বেদার উদ্দিন ডাকুয়া, গোয়ালমাঠ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিলন গুহ আলক, মন্দির কমিটির অর্থ সম্পাদক গোপাল দেবনাথ, মূখ্য কর্মকর্তা শীল গৌতম কুমার, জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ শহিদুল ইসলাম খোকন, বাধাল ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মোঃ সাইফুল ইসলাম সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেত্রীবৃন্দ।


এছাড়া উপজেলা বাধাল বাজার শ্রীশ্রী রাধামাধব মন্দির ও  কচুয়া সদর সহ বিভিন্ন মন্দিরে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রার উল্টো টান শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।


 

@bagerhat24.com