Logo
table-post
বিয়ের দশ দিন পর ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বিজিবি সদস্য তরুণের মর্মান্তিক মৃত্যু
01/01/1970 12:00:00

কচুয়া  প্রতিনিধি
কচুয়া উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দীর্ঘ ৪৯ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে প্রাণ হারালেন বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)-এর সদস্য তরুণ কুমার দাস (২৬)। বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তরুণ কচুয়ার বাধাল ইউনিয়নের মসনী গ্রামের বাসিন্দা তপন দাসের বড় ছেলে। বিজিবিতে সিপাহী পদে কর্মরত থাকার পাশাপাশি তিনি একসময় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২), বগুড়ায় দায়িত্ব পালন করছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, সাম্প্রতিক ছুটিতে বাড়ি এসে বিয়েও করেন তরুণ। কিন্তু বিয়ের মাত্র ১০ দিন পর, গত ১৫ মে বন্ধু সহ মোটরসাইকেলযোগে বাগেরহাট শহরে যাওয়ার পথে একটি সড়ক দুর্ঘটনায় দুজনেই গুরুতর আহত হন।

স্থানীয়রা প্রথমে তাদের বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর বিজিবি ও র‌্যাব সদস্যরা তরুণকে ঢাকায় স্থানান্তর করে উন্নত চিকিৎসার ব্যবস্থা করেন। তবে সব প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে অবশেষে ৪৯ দিনের মাথায় তরুণ মৃত্যুর কাছে হার মানেন।

সন্ধ্যায় তার মরদেহ গ্রামের বাড়িতে আনা হয় এবং পরদিন মসনী কালীখোলা শ্মশানে শেষকৃত্য সম্পন্ন করা হয়। তার অকাল মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।

@bagerhat24.com