Logo
table-post
মোরেলগঞ্জে কোডেক’র অবহিতকরণ কর্মশালা
01/01/1970 12:00:00

মোরেলগঞ্জ প্রতিনিধি:
মোরেলগঞ্জে বেসরকারি উন্নয়ন সংস্থা কোডেক’র এনগেজ প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ বুধবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সভাপতিত্ব করেন কোডেক মোরেলগঞ্জ শাখা ব্যবস্থাপক মো. আমিনুল ইসলাম।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা গৌতম কুমার বিশ^াস, মহিলা বিষয়ক কর্মকর্তা রমেন্দ্রনাথ বিশ^াস ও যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইকতিায়ার হোসেন।

বিষয়ভিত্তিক আলোচনা করেন কোডেক এর সিনিয়র ম্যানেজার পারসা সানজালা,ফোকাল পার্সন মাহবুবুর রহমান,  নেট্জ এর প্রোগ্রাম ম্যানেজার সারা খাতুন, এনগেজ প্রকলেবপর সমন্বয়কারি আলিয়া মান্নান জগনু। 

@bagerhat24.com