
মরণফাঁদে কাটাখালী ব্রিজ ও বাসস্ট্যান্ড: প্রতিদিন ঘটছে দুর্ঘটনা, আতঙ্কে পথচারী ও চালকেরা
01/01/1970 12:00:00পি. কে. অলোক, ফকিরহাট
খুলনা-মোংলা এবং বাগেরহাট-ঢাকা মহাসড়কের অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ স্থান কাটাখালী বাসস্ট্যান্ড এবং কাটাখালী ব্রিজ বর্তমানে ভয়াবহ ঝুঁকির মুখে পড়েছে। গত কিছুদিনের ভারী বর্ষণে রাস্তাঘাট এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে, এগুলো যেন সাধারণ পথ নয়, বরং প্রাণঘাতী ফাঁদে পরিণত হয়েছে।
কাটাখালী বাসস্ট্যান্ডের পূর্ব পাশে, পুলিশ বক্স ও যাত্রী ছাউনির সামনের অংশে পানি জমে পিচ ও খোয়া উঠে গিয়ে সৃষ্টি হয়েছে ভয়ংকর গর্ত। প্রতিদিনই এসব গর্তে পড়ে যানবাহন দুর্ঘটনায় পতিত হচ্ছে। সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছেন মোটরসাইকেল, অটোভ্যান ও ইজিবাইকের চালকরা।
একই অবস্থা কাটাখালী ব্রিজের। যুগীখালী নদীর উপর নির্মিত এ ব্রিজটির পিচ ও পাথরের স্তর উঠে গিয়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। এসব গর্তে পানি জমে সেগুলো আরও গভীর হচ্ছে, যা ভয়াবহ ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। ব্রিজ দিয়ে কোনো ভারী যানবাহন চলাচল করলে সেই গর্তে পড়ে তীব্র শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা, আতঙ্কিত হয়ে পড়েন আশপাশের মানুষ।
স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা জানাচ্ছেন, তারা প্রতিনিয়ত এসব সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং ভয়ানক দুর্ঘটনার শিকার হচ্ছেন অনেকে। জয়দেব দাশ, জাকির হোসেন, শহিদুল ইসলামসহ অনেকেই জানিয়েছেন—ব্রিজ ও রাস্তার এমন পরিস্থিতি দেখে প্রতিদিন আতঙ্ক নিয়ে চলাচল করতে হচ্ছে।
তারা জোর দাবি জানিয়েছেন, কাটাখালী ব্রিজের উপরের এবং নিচের কাঠামোগত অংশ দ্রুত সংস্কার করতে হবে। সেইসঙ্গে বাসস্ট্যান্ড এলাকার ভাঙাচোরা রাস্তাও অতিসত্বর মেরামত করা না হলে, যে কোনো সময় ঘটতে পারে প্রাণঘাতী দুর্ঘটনা।
এ বিষয়ে সংশ্লিষ্ট সড়ক ও জনপথ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে স্থানীয় সচেতন মহল। প্রয়োজন দ্রুত সরেজমিন পরিদর্শন ও কার্যকর পদক্ষেপ গ্রহণ।