Logo
table-post
খানা-খন্দে ভরা বাধাল-মসনী-পিংগুড়িয়া সড়ক: জনদুর্ভোগ চরমে, দ্রুত সংস্কারের দাবি
01/01/1970 12:00:00

শুভংকর দাস বাচ্চু 

বাগেরহাটের কচুয়া উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক বাধাল-মসনী-পিংগুড়িয়া বর্তমানে বেহাল অবস্থায় রয়েছে। দীর্ঘদিন সংস্কারের অভাবে পুরো সড়কটি এখন ছোট-বড় গর্তে ভরা, ফলে জনসাধারণ ও যানবাহন চালকদের প্রতিনিয়তই পড়তে হচ্ছে চরম দুর্ভোগে।

বাধাল ইউনিয়নের এই সড়কটি মসনী গ্রামের ভিতর দিয়ে মোড়েলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটি বাজার পর্যন্ত বিস্তৃত। এই সড়কের ওপর নির্ভর করে প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থী, স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ জনগণ। তবে এখন রাস্তার বেহাল দশার কারণে অনেকে বিকল্প পথে ঘুরে যেতে বাধ্য হচ্ছেন।

স্থানীয় ভ্যানচালক আলম শেখ বলেন, “রাস্তার পিচ উঠে গেছে, সব জায়গায় গর্ত। যাত্রীরা ভ্যানে উঠতেই চায় না—এতে আমাদের রোজগার কমে গেছে। পাশাপাশি টায়ার-টিউব নষ্ট হয়ে নতুন লাগাতে হচ্ছে, যা আমাদের জন্য অতিরিক্ত ব্যয়।”

পিকআপ চালক শহিদুল শেখ বলেন, “এই রাস্তা দিয়ে মালামাল নিয়ে চলাচল করা দুঃসাধ্য। বাধ্য হয়ে পাঁচ কিলোমিটার ঘুরে যেতে হয়, এতে তেলের খরচ বাড়ে।”

স্থানীয় বাসিন্দা মিরাজুল ইসলাম রাজা জানান, “রাস্তা এতটাই খারাপ যে, গাড়িতে উঠলেই শরীর ঝাঁকুনিতে ভেঙে পড়ে। মসনীতে একটি উপ-স্বাস্থ্য কেন্দ্র রয়েছে, কিন্তু এই রাস্তার কারণে রোগীদের যাতায়াতে সমস্যা হয়।”

বর্ষা মৌসুমে সমস্যা আরও প্রকট হয়ে ওঠে। বৃষ্টির পানিতে গর্তগুলো ঢেকে যাওয়ায় দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়। প্রতিদিন ঘটছে ছোটখাটো দুর্ঘটনা, যা যে কোনও সময় বড় ধরনের প্রাণহানির কারণ হতে পারে।

স্থানীয় বাসিন্দারা দ্রুত সড়কটি সংস্কারের জোর দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। তাদের মতে, আর দেরি না করে তড়িৎ পদক্ষেপ গ্রহণ করা না হলে এই সড়ক একদিন পুরোপুরি চলাচলের অনুপযোগী হয়ে পড়বে।


@bagerhat24.com