কাস্টমসের আন্দোলনের কোন প্রভাব পড়েনি মোংলা বন্দরে
01/01/1970 12:00:00মাসুদ রানা,মোংলা
গত কয়েকদিনের কাস্টমসের কর্মবিরতি ও কমপ্লিট শাটডাউনে মোংলা বন্দরে পণ্য ওঠানামা ও পরিবহনের ক্ষেত্রে কোন প্রভাব পড়েনি। মোংলা বন্দরের কার্যক্রম পূর্বের মতই স্বাভাবিক ছিল। এছাড়া ইপিজেডেও এর কোন বিরুপ প্রভাব পড়েনি। প্রভাব পড়েনি মোংলা কাস্টমস হাউসেও।
মোংলা কাস্টমস হাউসের কমিশনার ম. সফিউজ্জামান বলেন, কর্মবিরতি কিংবা কমপ্লিট শাটডাউনে কাস্টমসের কোন লোকসান হয়নি। গত কয়েকদিন ধরে তো কোন জাহাজই ছিলনা
আর সে সকল পণ্য গত কয়েকদিনে ছাড় হয়নি তাতো এখন ছাড় হচ্ছে। সুতরাং এ থেকে তো আমরা রাজস্ব পাচ্ছিই। লোকসানে কিছুই নেই।
মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক বোর্ড ও জনসংযোগ বিভাগ মোঃ মাকরুজ্জামান বলেন, কাস্টমসের আন্দোলনের প্রেক্ষিতে এ বন্দরে কোন ধরণেই প্রভাব পড়েনি। আন্দোলনের পূর্বেও বন্দরের যে অবস্থা (কার্যক্রম) ছিল, আন্দোলনকালেও একই অবস্থা ছিল।
মোংলা ইপিজেডের নির্বাহী পরিচালক কালাম মোহাম্মদ আবুল বাশার বলেন, ২/১ দিনের বন্ধে ইপিজেডে তেমন কোন ক্ষতি হয়না। এখানে প্রতিদিন কম করে হলেও ১ ঘন্টা করে কাজ হয়েছে। এখানে তো ঢাকা ও চট্টগ্রামের মত এক্সপোর্ট-ইমপোর্ট হয়না। গত রাত থেকে কাজ শুরু হয়েছে, এখন কাজ কর্ম স্বাভাবিক। আর্থিকও ক্ষতি নেই।
