সম্প্রীতির বাংলাদেশ গড়তে মোরেলগঞ্জে আন্তঃধর্মীয় সংলাপ
01/01/1970 12:00:00মশিউর রহমান মাসুম
সংঘাতমুক্ত শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়তে বাগেরহাটের মোরেলগঞ্জে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১০ টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সংলাপে প্রধান অতিথি ছিলেন উপচেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ।
বিশেষ অতিথি ছিলেন সহকারি কমিশনার(ভূমি) মো. বদরুদ্দোজা, থানার ওসি মতলুবর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক বাবুল, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা শাহাদাৎ হোসাইন ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন।
সভাপতিত্ব করেন উপজেলা পিএফজি'র সমন্বয়ক ফারুক হোসেন সামাদ। অন্যানের মধ্যে আলোচনা করেন বীর মুক্তিযোদ্ধা রুহুল আমীন ফকির, আব্দুস সালাম, ঈমাম হাসান বিন মালেক।
