Logo
table-post
মংলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শন করলেন বিএনপি নেতা মনিরুল ইসলাম খান
01/01/1970 12:00:00

মংলা থেকে ফিরে শুভঙ্কর দাস বাচ্চু

মংলার সাধারণ মানুষের স্বাস্থ্যসেবার অবস্থা একেবারেই শোচনীয় — অভিযোগ তুললেন বিএনপির জেলা আহ্বায়ক কমিটির সদস্য মনিরুল ইসলাম খান। শনিবার বিকেলে মংলা উপজেলার ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে গিয়ে তিনি জানান, দেশের স্বাস্থ্য ও শিক্ষা খাতে প্রকৃত উন্নয়ন হয়নি, হয়েছে শুধুমাত্র আওয়ামী লীগের নেতাকর্মী ও তাদের আত্মীয়স্বজনদের জন্য।

মনিরুল খান বলেন, “মংলার প্রায় এক লাখ ৭৮ হাজার স্থায়ী বাসিন্দা ছাড়াও ইপিজেড, সমুদ্র বন্দর ও শিল্পাঞ্চলে কর্মরত থাকার কারণে এই এলাকায় বসবাস করে আরও এক লাখের বেশি মানুষ। অথচ তাদের চিকিৎসার জন্য রয়েছে মাত্র একটি ৫০ শয্যার উপজেলা হাসপাতাল।” তিনি অভিযোগ করেন, হাসপাতালে প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী না থাকায় রোগীরা ন্যূনতম সেবা থেকেও বঞ্চিত হচ্ছেন।

তিনি আরও জানান, হাসপাতালটিতে বর্তমানে ভর্তি রোগীর সংখ্যা ৮০ জন হলেও দায়িত্বে আছেন মাত্র ৪ জন চিকিৎসক। এ অবস্থায় সঠিক চিকিৎসা পাওয়াটা প্রায় অসম্ভব হয়ে পড়েছে বলে মনে করেন তিনি।

এই সংকট নিরসনে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান মনিরুল ইসলাম খান। তিনি বলেন, “আমরা বাগেরহাট জেলার বিভিন্ন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করছি। ইতোমধ্যে স্বাস্থ্যসচিবের সঙ্গে আলোচনা হয়েছে এবং তাঁকে বাগেরহাটে আমন্ত্রণ জানানো হয়েছে। মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সের এই করুণ বাস্তবতা আমরা তাঁর সামনে তুলে ধরব।”

তিনি আশ্বস্ত করেন, বর্তমান সরকার যদি এই সমস্যার সমাধানে এগিয়ে না আসে, তবে ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় গেলে জনগণের স্বাস্থ্যসেবার উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন মংলা উপজেলা বিএনপির নব-নির্বাচিত সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, সহকারী সার্জন ডা. মেহেদী হাসান, জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল ইসলাম খোকনসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।


@bagerhat24.com