
ফকিরহাটে প্রবল বর্ষনে ক্ষতিগ্রস্থ ফসলি ক্ষেত পরিদর্শন
01/01/1970 12:00:00ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাটে তিনদিনের প্রবল বর্ষনে কৃষি ফসলের ব্যপক ক্ষতি পরিদর্শন করেছেন উপজেলা কৃষি বিভাগ। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল হতে দুপুর পর্যন্ত উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেখ সাখাওয়াত হোসেন উপজেলা সদর, পিলজংগ, বাহিরদিয়া ও নলধা-মৌভোগ ইউনিয়নের বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও স্থানীয় কৃষকদের সাথে মতবিনিময় সভা করেন।
তারা রোপনকৃত ধান, পানের বরজ, ঘেরের ভেড়ীবাঁধের উপর রোপনকৃত সবজি ক্ষেত ও মৎস্য ঘের পরিদর্শন করে ক্ষতির পরিমান জরিপ করেন। এসময় তার সাথে আরো উপস্থিত ছিলেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা যথাক্রমে রত্না রায়, বিপ্লব কুমার দাশ, দেবদাস বালা ও মোঃ রেকাবুল ইসলাম প্রমুখ। পরিদর্শনের তারা ক্ষতিগ্রস্থ চাষিদের সান্তনাও প্রদান করেন।