Logo
table-post
খোলামেলা পরিবেশে ট্রাক পিকাপ ও ডামপারে  ধুলা বালু বহন: জনগণ অতিষ্ট
01/01/1970 12:00:00

পি কে অলোক,ফকিরহাট
খুলনা-মোংলা ও বাগেরহাট মহাসড়কে ডামপার ট্রাক পিকাপ ও মিনিট্রাক গুলোতে সম্পূর্ণ খোলামেলা পরিবেশে ধুলা বালু সহ বিভিন্ন প্রকার বালু বহন করায় পথচারী যানবাহন চালক ও স্ট্যান্ডে থাকা ব্যবসায়ীরা অতিষ্ট হয়ে পড়েছেন। চালকরা দ্রুতগতিতে ঢাকনা বিহীন ও খোলামেলা পরিবেশে ধুলাবালু বহন করায় বালু উড়ে তা চোখে মুখে লেগে এঅবস্থার সৃষ্টি হয়েছে। কাটাখালী হাইওয়ে থানা পুলিশ বারবার এসমস্ত চালকদেরকে খোলামেলা পরিবেশে বালু বহন না করার জন্য নির্দ্দেশ প্রদান করলেও ডামপার ট্রাক পিকাপ ও মিনিট্রাক চালকরা তার কোন তোয়াক্কা করছে না। যে কারনে ছোটছোট যানবাহন চালক পথচারী ও স্ট্যান্ডে থাকা ব্যবসায়ীরা অতিষ্ট হয়ে পড়েছেন। 


জানা গেছে, সম্প্রতি সময়ে প্রত্যান্ত গ্রামাঞ্চলে ধুলাবালু দিয়ে ছোট্টছোট্ট নর্দমা পুকুর খানাখন্দর ভরাট করে সেখানে ঘরবাড়ি দোকানপাট ব্যবসা প্রতিষ্টান তৈরী করা হচ্ছে। শুধু তাই নয়, প্রত্যান্ত গ্রামাঞ্চলের বিভিন্ন রাস্তায় বালু ভারাটের কাজ চলছে। আর এটিকে পুজি করে ডামপার ট্রাক পিকাপ ও মিনিট্রাক চালকরা সেই সমস্ত স্থানে বালু ভরাটের কাজ করছেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, অধিকাংশ ডামপার ট্রাক পিকাপ ও মিনিট্রাকে কোন প্রকার নেট বা ঢাকনা ব্যবহার না করেই বালু বহন করা হচ্ছে। আর সেই বালু উড়ে বা পড়ে মানুষের চোখেমুখে লাগছে অহরহ। স্থানীয়রা বারবার এই সমস্ত চালকদের খোলামেলা পরিবেশে বালু বহন না করার জন্য অনুরোধ করলেও চালকরা তার কোন তোয়াক্কা করছে না। ফলে জনগনকে বাধ্য হয়েই এগুলি সহ্য করতে হচ্ছে। 


কাটাখালী বাসস্ট্যান্ডের স্থানীয় বাসিন্দা মোঃ বাচ্চু বিশ^াস ও রবিউল ইসলাম রুবেল সহ একাধিক ব্যক্তিরা বলেন, ভোর ৬টা হতে সকাল ১১টা পর্যন্ত ও বিকাল ৫টা হতে গভীর রাত পর্যন্ত তারা খোলামেলা ভাবে বালু বহন করে থাকেন। কারণ এই সময়ে মহাসড়কে কোন পুলিশি চেকপোষ্ট থাকে না। এই সুযোগটাকে কাজে লাগিয়ে তারা বেশি ট্রিপ দেওয়ার জন্য এগুলি করে থাকেন। তাঁরা আরো বলেন, যে যত বেশি ট্রিপ মারতে পারবে সে তত বেশি ইনকাম করতে পারবে। তাই দ্রুত ট্রিপ মারতে গেলে উপরে নেট দিলে সময় বেশি লাগে এ কারনে তারা ঢাকনা বা নেট ব্যবহার করে না। আবার কেউ কেউ দায়দারা ভাবে ট্রাকের সামনের অংশে কিছু নেট দিলেও পিছনের ফাঁকা থাকে। আর ফাঁকা থাকলে সারা রাস্তা বালু পড়ে বা উড়ে জনমানুষের চোখে মুখে লেগে নানাবিধ সমস্যার সম্মুখিন হয়। 


এব্যাপারে কাটাখালী হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক (ওসি) আবু জাফর এর সাথে আলাপ করা হলে তিনি বলেন, আমি নিজে উপস্থিত থেকে বালু বহনকারী চালকদের বালু ঢেকে নিয়ে যাওয়ার জন্য বলেছি। তাঁরা অনেকে ঢেকে নিচ্ছেন, আর যারা নিচ্ছেন না তাঁদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহন করা হচ্ছে। 
 

@bagerhat24.com