
মোংলা থানা পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ী আটক
01/01/1970 12:00:00মাসুদ রানা,মোংলা
মোংলা থানা পুলিশের অভিযানে এক কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি বুড়িরডাঙ্গা ইউনিয়নের হেমায়েত চৌধুরীর ছেলে রবিউল ইসলাম চৌধুরী (৩৪) । শনিবার (২৮ জুন ) আনুমানিক রাত ২ টায় তাকে আটক করা হয়।
মোংলা থানার ওসি তদন্ত মানিক চন্দ্র গাইন জানান,গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) শেখ আরিফুল ইসলাম সহ সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে গভীর রাতে বুড়িরডাঙ্গা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ১ নং মদিনা আবাসিক এলাকায় মোংলা থানা পুলিশের একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে মাদক ব্যাবসায়ী রবিউল ইসলাম চৌধুরীর নিজের বসত ঘর থেকে এক কেজি গাঁজা জব্দ করা হয়।
আটককৃত মাদক ব্যাবসায়ীকে মাদক আইনে মামলা দায়ের শেষে বাগেরহাট আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
মোংলা উপজেলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ পাশাপাশি ডাকাতি দমন, মাদক নিয়ন্ত্রণ ও জননিরাপত্তায় পাশাপাশি যেকোনো ধরনের উদ্ধার অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে বলে জানায় থানার এ কর্মকর্তা