মোরেলগঞ্জে ব্রীজের ছাদ ধসে পড়ায় ঘুমন্ত ব্যবসায়ী নিহত
01/01/1970 12:00:00মশিউর রহমান মাসুম, মোরেলগঞ্জ:
মোরেলগঞ্জে স্লিপার ব্রীজের ছাদ ধসে পড়ে একজন ঘুমন্ত ব্যবসায়ী নিহত হয়েছেন। তার নাম নির্মল চন্দ্র মন্ডল(৬২)। সে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া গ্রামের অরজুন মন্ডলের ছেলে। শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে মোরেলগঞ্জের ফুলহাতা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নির্মল চন্দ্র ফুলহাতা বাজারের স্লিপার ব্রীজের নীচে গাছের চারা বহনের ট্রলারে ঘুমিয়ে থাকা অবস্থায় ব্রীজের ছাদ ধসে পড়ে। বাজারের অপর ব্যবসায়ীরা তাকে দ্রুত উদ্ধার করলেও সে ঘটনাস্থলেই মারা যায়। ঘটনার সময় গাছের চারা বিক্রি শেষে রাত্রি যাপনের জন্য ব্রীজের নীচে ট্রলার বেধে ঘুমিয়ে ছিলেন।
দুর্ঘটনার খবর পেয়ে রাতেই থানা পুলিশ, নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের পৃথক দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত নির্মল চন্দ্র মন্ডলের স্ত্রী ও দুই সন্তান রয়েছে। তার ছেলে রাজিব মন্ডল ঢাকা মেডিকেল কলেজ ও মেয়ে সাগরিকা মন্ডল বরিশাল নার্সিং কলেজে লেখাপড়া করছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
এ বিষয়ে থানার ওসি মো. মতলুবর রহমান বলেন, আজ শুক্রবার ভোর রাত ৪ টার দিকে নির্মল মন্ডলের মরদেহ থানায় নেওয়া হয়েছে। তার স্বজনেরা আসার পরে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
